AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exclusive Sanjoy Roy: সঞ্জয়ের সঙ্গে কী কথা হয় সেঁজুতি-কবিতাদের? কোন সাহসে মাঠে নামলেন তাঁরা?

Sanjoy Roy: আইনজীবীদেরই একাংশ জানিয়েছেন, সেঁজুতি আরও বেশি উঠেপড়ে লাগেন সঞ্জয়ের পক্ষে প্রমাণ জোগাড় করতে। আগে বহু মামলায় বিচারকের পর্যবেক্ষণ, কেস স্টাডি, রেফারেন্স জোগাড় করতে থাকেন। কেন এই মামলা 'বিরলতম' নয়, সে যুক্তি আরও মজবুত করতে দিনরাত এক করেন।

Exclusive Sanjoy Roy: সঞ্জয়ের সঙ্গে কী কথা হয় সেঁজুতি-কবিতাদের? কোন সাহসে মাঠে নামলেন তাঁরা?
আইনজীবীদের সঙ্গে কী কথা হয় সঞ্জয়ের? Image Credit: TV9 Bangla
| Updated on: Jan 24, 2025 | 8:28 PM
Share

শ্রাবন্তী সাহা: স্রোতের বিরুদ্ধে কেবল ‘ওরা’ তিন জন। সারা বাংলা, গোটা-বিশ্ব যখন সরব চরমতম নৃশংস, ন্যক্কারজনক, বিভৎস ঘটনায় দোষীর ফাঁসির দাবিতে, তখন ওঁরা তিন জন ধর্ষক সঞ্জয় রায়ের হয়ে মামলা লড়ার সিদ্ধান্ত নেন। কলকাতা পুলিশ থেকে সিবিআইয়ের তদন্তে সঞ্জয়ই একমাত্র অভিযুক্ত। তাকে নির্দোষ প্রমাণ করা আর সাঁতরে প্রশান্ত মহাসগার পার করা একই ব্যাপার। তারপরও ওই তিন জন কেন মামলাটা লড়তে চাইলেন? এমনটা নয়, এই মামলার গভীরতা তাঁরা জানেন না! প্রথম থেকেই যার কম্পনাঙ্ক সিসমোগ্রাফ ছাড়িয়ে একটা দেশকে নাড়িয়ে দিয়েছে, সেই মামলা হাতে নেওয়া কি চাট্টিখানি কথা! গত সোমবার সর্বোচ্চ সাজা শোনাতে গিয়ে শিয়ালদহ আদালতের ফার্স্ট জাজ অনির্বাণ দাসের কলম আটকে গিয়েছিল। তাঁর মনে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন