CPIM-CPIML: নৈহাটিতে ‘ক’বিঘা’ জমি নকশালদের? দীপঙ্করদের হাত ধরে এবার হবে CPM-এর ‘শাপমোচন’?

CPIM-CPIML: ২০১৫ সালে কলকাতায় সিপিএমের প্লেনাম উপলক্ষে অনুষ্ঠিত ব্রিগেড সমাবেশে ভাষণ দিয়েছিলেন লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তবে জোট তখনও হয়নি। যা হতে লেগে গেল আরও প্রায় ১০টা বছর। যদিও এ ক্ষেত্রে লিবারেশন সম্পাদকের স্পষ্ট কথা, “ঐক্য যখন গড়ে ওঠে তখন ঐক্যের পরিসর, ঐক্যের পরিস্থিতি, পরিপ্রেক্ষিত থেকেই সবটা হয়।”

CPIM-CPIML: নৈহাটিতে কবিঘা জমি নকশালদের? দীপঙ্করদের হাত ধরে এবার হবে CPM-এর শাপমোচন?
উপনির্বাচনের আগে চর্চা রাজনীতির পাড়ায়Image Credit source: Getty Images, PTI

Nov 13, 2024 | 8:10 PM

“বিজেপির উঠে আসাটা বামপন্থীদের দুর্বলতার কারণে। আমি যখন এ কথা বলছি তখন আমার দলকে তারমধ্যে ধরেই বলছি। তবে বাংলায় নির্বাচনী ময়দানে আমাদের উল্লেখযোগ্য উপস্থিতি কোনওকালেই থাকেনি।” কয়েকদিন আগেই টিভি-৯ বাংলা ডিজিটালের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর নির্ণয় ভট্টাচার্যের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলতে শোনা গিয়েছিল সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যকে। সেই লিবারেশনই প্রথমবার বাংলার মাটিতে জোট করে ভোটে লড়ছে ‘সিপিএমের’ সঙ্গে। নৈহাটিতে সিপিএমের সমর্থনে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন সিপিআইএমএল লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার। কারও কাঁধে তিন তারা, কারও কাঁধে কাস্তে-হাতুড়ি! কিন্তু মঞ্চ বাঁধা থেকে দেওয়াল লিখন, রোড শো, সবই চলছে কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু, ‘নকশালদের’ সঙ্গে মূল স্রোতের বামেদের এই সহাবস্থান এখন বঙ্গ রাজনীতির আঙিনায় অন্যতম বড় চর্চার বিষয়। চর্চা চলছে অচিরেই বামফ্রন্টের নাম বদল নিয়েও। কেউ বলছেন অপেক্ষিত জোট, কেউ বলছেন উপেক্ষিত জোট। যদিও দীপঙ্করবাবু বলছেন, ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত’।  ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন