
“বিজেপির উঠে আসাটা বামপন্থীদের দুর্বলতার কারণে। আমি যখন এ কথা বলছি তখন আমার দলকে তারমধ্যে ধরেই বলছি। তবে বাংলায় নির্বাচনী ময়দানে আমাদের উল্লেখযোগ্য উপস্থিতি কোনওকালেই থাকেনি।” কয়েকদিন আগেই টিভি-৯ বাংলা ডিজিটালের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর নির্ণয় ভট্টাচার্যের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলতে শোনা গিয়েছিল সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যকে। সেই লিবারেশনই প্রথমবার বাংলার মাটিতে জোট করে ভোটে লড়ছে ‘সিপিএমের’ সঙ্গে। নৈহাটিতে সিপিএমের সমর্থনে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন সিপিআইএমএল লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার। কারও কাঁধে তিন তারা, কারও কাঁধে কাস্তে-হাতুড়ি! কিন্তু মঞ্চ বাঁধা থেকে দেওয়াল লিখন, রোড শো, সবই চলছে কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু, ‘নকশালদের’ সঙ্গে মূল স্রোতের বামেদের এই সহাবস্থান এখন বঙ্গ রাজনীতির আঙিনায় অন্যতম বড় চর্চার বিষয়। চর্চা চলছে অচিরেই বামফ্রন্টের নাম বদল নিয়েও। কেউ বলছেন অপেক্ষিত জোট, কেউ বলছেন উপেক্ষিত জোট। যদিও দীপঙ্করবাবু বলছেন, ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত’। ...