AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ভাল নেই চোখ, হায়দরাবাদ ছুটলেন অভিষেক

Abhishek Banerjee: চলতি বছরও গিয়েছেন বিদেশে। দীর্ঘ সময় বিদেশের মাটিতে চলে চিকিৎসা। অগস্টে ফেরেন দেশে। কিন্তু, সমস্যা যে মেটেনি তা জানা গিয়েছিল কয়েকদিন আগেই। ঘাসফুল শিবির সূত্রে খবর, অভিষেকের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে।

Abhishek Banerjee: ভাল নেই চোখ, হায়দরাবাদ ছুটলেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 12:57 PM
Share

কলকাতা: চোখের সমস্যাটা যেন কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee)। এবার উড়ে গেলেন হায়দরাবাদে। প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবর মাসে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক। সেই সময়েই চোখে মারাত্মক আঘাত লাগে তাঁর। বড়সড় আঘাত পান বাঁ চোখে। তারপর থেকে একটানা বিদেশে চিকিৎসা চলে তাঁর। অস্ত্রোপচারও হয়। গিয়েছেন আমেরিকাতেও। মার্কিন মুলুকের জন হপকিন্স হাসপাতালে চিকিৎসাও করেছিলেন। 

চলতি বছরও গিয়েছেন বিদেশে। দীর্ঘ সময় বিদেশের মাটিতে চলে চিকিৎসা। অগস্টে ফেরেন দেশে।  কিন্তু, সমস্যা যে মেটেনি তা জানা গিয়েছিল কয়েকদিন আগেই। ঘাসফুল শিবির সূত্রে খবর, অভিষেকের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। ইনফেকশনজনতি সমস্যায় ভুগছেন। বেশিরভাগ সময়ে কন্ট্যাক লেন্স পরে থাকার কারণে চোখের সমস্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে। তারই চিকিৎসা করাতে এদিন তিনি গেলেন হায়দরাবাদে।

শনিবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা হন তৃণমূল সেনাপতি। এদিকে চোখের সমস্যার কারণে কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের মিটিংয়েও থাকতে পারেননি অভিষেক। তারপর থেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছেন দলের কর্মীরা। তবে এদিন কলকাতা থেকে যাওয়ার সময় অভিষেক জানান, আপাতত তাঁর চোখ ভালই আছে।