AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HS-MP: ফার্স্ট বয়, সেকেন্ড বয় নয়! বেছে বেছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে ‘পিছিয়ে থাকা’ প্রতিভাদের দেওয়া হল বিশেষ সম্মান

HS-MP: অমর্ত্য সেন তাঁর ‘ফার্স্ট বয়েদের দেশে’ বইতে লিখেছিলেন আসলে ফার্স্ট হওয়া বাবা মায়েদের এক অবসেশন। বোর্ডের রেজাল্টে সে ছবি বার বার ফুটে ওঠে। প্রচুর নম্বর পেলেই ভাল। আর সেই ভালর সাগরে বাকিরা যেন হারিয়ে যায় কোনও এক অজানা অন্ধকারে। তাদেরই খোঁজ করল FDDI.

HS-MP: ফার্স্ট বয়, সেকেন্ড বয় নয়! বেছে বেছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে 'পিছিয়ে থাকা' প্রতিভাদের দেওয়া হল বিশেষ সম্মান
দেওয়া হল বিশেষ সম্মান Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 17, 2025 | 6:57 PM
Share

কলকাতা: শুধুই মেধাতালিকায় থাকা পড়ুয়ারা নয়, শুধুই স্কুলের ফার্স্ট বয়, সেকেন্ড বয়েরা নয়, শুধু কৃতীরা নয়, সম্মানিত করা হল তুলনামূলকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদেরও। রেজাল্ট বলছে ফার্স্ট ক্লাস, উঠেছে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর, সেই সব পড়ুয়াদের আলাদা করে সম্মান জানাল ফুটওয়ার ডিজাইন অ্যান্ড উন্নয়ন ইনস্টিটিউট (FDDI)। কলকাতাতেই হয়ে গেল ‘প্রতিভা সম্মান সমারোহ ২০২৫’। 

অমর্ত্য সেন তাঁর ‘ফার্স্ট বয়েদের দেশে’ বইতে লিখেছিলেন আসলে ফার্স্ট হওয়া বাবা মায়েদের এক অবসেশন। বোর্ডের রেজাল্টে সে ছবি বার বার ফুটে ওঠে। প্রচুর নম্বর পেলেই ভাল। আর সেই ভালর সাগরে বাকিরা যেন হারিয়ে যায় কোনও এক অজানা অন্ধকারে। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। অধিকাংশ সফল মানুষরাই ফার্স্ট হননি স্কুল জীবনে। বরং জীবনের পাঠ তারা নিয়েছেন জীবন থেকেই। সে কথাই যেন এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে চাইল FDDI.

ফুটওয়ার ডিজাইন অ্যান্ড উন্নয়ন ইনস্টিটিউটের এই অনুষ্ঠানে আলাদা করে সম্মান জানানো হয় বিভিন্ন স্কুলের তিনশোর বেশি পরীক্ষার্থীকে। তারা এবার পাষ করেছেন বিভিন্ন বোর্ড থেকে। সংস্থার পক্ষ থেকে বসুমিত্রা ঘোষ মুখোপাধ্যায় বলেন, “বোর্ডের পরীক্ষায় যারা ৮০-৯০ শতাংশ পায় তাঁদের নিয়ে আমরা খুব হইচই করি। সংবর্ধনা জানাই। তাঁদের টিভিতে দেখা যায়। চারদিকে তাদের নিয়ে জয়জয়কার। কিন্তু আমরা ভুলে যাই যারা ৬০ শতাংশ পেয়েছে বা তার বেশি পেয়েছে তারাও যথেষ্ট পরিশ্রম করেছেন। কোন পরিস্থিতিতে তারা পড়াশোনা করেছে, কেন তারা ৯০ শতাংশ পেলেন না তা নিয়ে আলোচনা করি না। কিন্তু এমন নয়, এই ছাত্ররা বড় হয়ে কিছু করতে পারে না। ওদের শুধু একটু পাশে থাকা দরকার, অনুপ্রেরণা দরকার। অনেক সময় ভাল ছাত্রদের থেকেও এরা ভাল করে। সে কারণেই সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন বোর্ডের পড়ুয়াদের সম্মান জানান হল।”