Howrah-Puri Vande Bharat Express: শেষ এক সপ্তাহের টিকিট, হাওড়া-পুরী বন্দে ভারতের টিকিট বুক করতে কত খরচ পড়বে জেনে নিন
Howrah-Puri Vande Bharat Express: এই ট্রেন চা মিলবে ১৫ টাকায়। ব্রেকফাস্ট ১২২ টাকা থেকে ২০০৫ টাকা। লাঞ্চ এবং ডিনার পাওয়া যাবে ২২২ থেকে ২৯৪ টাকায়।

কলকাতা: কলকাতা থেকে এবার মাত্র ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরী (Puri)। ১৮ মে হাওড়া-পুরী নতুন বন্দে ভারত এক্সপ্রেসের (Howrah-Puri Vande Bharat Express) আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ২০ তারিখ থেকেই আম-আদমিকে নিয়ে পুরী ছুটবে এই ট্রেন। এই ট্রেনে চেয়ারকারের ভাড়া ১ হাজার ২৬৫ টাকা। এক্সিকিউটিভ চেয়ারকারের ভাড়া ২ হাজার ৪২০ টাকা। ব্রেকফাস্ট বা ডিনারের জন্য দিতে হবে আলাদা খরচ। চেয়ারকারে আছে ৯২৬টি আসন। এক্সিকিউটিভে ৮৩টি আসন। এদিকে এই ট্রেন পথচলা শুরু করছে এই খবর সামনে আসতেই তা নিয়ে সাধারণের উন্মাদনা ছিল তুঙ্গে। ১৭ মে খোলা হয় অনলাই বুকিং। রেল সূত্রে খবর, চেয়ারকার এবং এক্সিকিউটিউ চেয়ারকারের আগামী এক সপ্তাহের বুকিং শেষ।
এই ট্রেন চা মিলবে ১৫ টাকায়। ব্রেকফাস্ট ১২২ টাকা থেকে ২০৫ টাকা। লাঞ্চ এবং ডিনার পাওয়া যাবে ২২২ থেকে ২৯৪ টাকায়। হাওড়া-পুরী রুটে এই মুহূর্তে সবথেকে দ্রুতগামী ট্রেন হিসাবে রয়েছে শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনে হাওড়া থেকে পুরী যেতে সাড়ে সাত ঘণ্টার কাছাকাছি সময় লাগে। এবার তাকেই টেক্কা দেবে বন্দে ভারত। শতাব্দীর থেকেও ১ ঘণ্টা কম সময়ে পুরী পৌঁছাবে বন্দে ভারত। হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্স থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে পৌঁছে যাবে পুরী। পুরী থেকে ১টা ৫০ মিনিটে ফের একটি বন্দে ভারত ছাড়বে হাওড়ার উদ্দেশে। রাত সাড়ে ৮টায় হাওড়ায় চলে আসবে ট্রেনটি।
বৃহস্পতিবার বাদে সপ্তাহে ৬দিন চলবে এই ট্রেন। শুধু সময় বাঁচা নয়, এই ট্রেনের সুবাদে দুই রাজ্যের বাণিজ্যেও জোয়ার আসবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। যাত্রা শুরুর ৫২ সেকেন্ডের মধ্যেই এই গতি ছুঁতে পারে বন্দে ভারত। হাওড়া থেকে ছড়ার পর ট্রেনটি প্রথম দাঁড়াবে খড়গপুরে। তারপর বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা স্টেশনে দাঁড়াবে ট্রেনটি।
