Fire In Kolkata: সামনে পুড়ছে সব, জতুগৃহে ‘আল্লাহ’কে ডাক সবহারাদের
Fire In Kolkata: তপ্ত মাটিতে দাঁড়িয়েই নমাজ পাঠ করছেন ওঁরা। বুকের মাঝে মোচড় দিয়েছে আল্লাহকে ডাকার সেই আওয়াজ।
কলকাতা: চোখের সামনে পুড়ছে সর্বস্ব… হাহাকার, আর্ত চিৎকার সর্বত্র… তারই মধ্যে ওই আওয়াজটা বুকে একটা মোচড় দিল। ‘আল্লাহ হো আকবর’, আজানের সময়ে নমাজ পাঠ করছেন দুর্গতরা। ট্যাংরার সেই গুদামের বিভৎস অগ্নিকাণ্ডের মাঝেই একটা বিক্ষিপ্ত ঘটনা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।
সামনে যখন দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে সর্বস্ব, তার মাঝে ইশ্বরের কাছে ‘সব রক্ষার’ প্রার্থনা করছেন দুর্গতরা। মোবাইলে তোলা এই দৃশ্য এখন নেট দুনিয়ায় ভাইরাল। তপ্ত মাটিতে দাঁড়িয়েই নমাজ পাঠ করছেন ওঁরা। বুকের মাঝে মোচড় দিয়েছে আল্লাহকে ডাকার সেই আওয়াজ। শনিবার সন্ধেয় ট্যাংরার গুদামে যে আগুন লেগেছিল, তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে সময় লাগে ১৬ ঘণ্টারও বেশি। আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেয়েছেন দমকলকর্মীরা। ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত আগুন লাগার কারণ জানা যাবে না বলে জানিয়ে দিয়েছেন মেয়র। রবিবার দুপুরের চিত্রটা অন্য। পুড়ে খাক সবের মাঝে দাঁড়িয়ে দীর্ঘঃশ্বাস ফেলছেন স্থানীয়রা।
এই ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসনও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি হাই পাওয়ার কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। ঘিঞ্জি এলাকায় অবৈধ নির্মাণ, বেআইনি কারখানা গড়েছে প্রচুর। কোন অবস্থায় দাঁড়িয়ে সেখানকার অগ্নি নির্বাপক ব্যবস্থা। খতিয়ে দেখতে নতুন হাই পাওয়ার কমিটির নির্দেশ দিয়েছেন তিনি।