AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rupa Dutta Arrest: ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, যোগমায়া কলেজের ছাত্রীর রয়েছে অভিনয়ের নিজস্ব অ্যাকাডেমিও! তবুও কীসের টানে পকেটমারি করেন অভিনেত্রী?

Rupa Dutta Arrest: রূপা দত্ত সামাজিক মাধ্যমে বেশ অ্যাক্টিভ। তাঁর ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, তিনি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। এক জন নৃত্যশিল্পীও।

| Edited By: | Updated on: Mar 13, 2022 | 2:33 PM
Share
বেলতলা গার্লস হাইস্কুল থেকে পড়াশোনা। তারপর যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক। অভিনয়ের আগ্রহ ছিল তাঁর। কিন্তু টেলিউডে সেভাবে নাম করতে পারেননি অভিনেত্রী রূপা দত্ত। পাড়ি দিয়েছিলেন মুম্বই। কিন্তু একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার পকেটমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে ধরা পড়েছেন পুলিশের জালেও। দেখা যাক কে এই রূপা দত্ত...

বেলতলা গার্লস হাইস্কুল থেকে পড়াশোনা। তারপর যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক। অভিনয়ের আগ্রহ ছিল তাঁর। কিন্তু টেলিউডে সেভাবে নাম করতে পারেননি অভিনেত্রী রূপা দত্ত। পাড়ি দিয়েছিলেন মুম্বই। কিন্তু একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার পকেটমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে ধরা পড়েছেন পুলিশের জালেও। দেখা যাক কে এই রূপা দত্ত...

1 / 6
রূপা দত্ত সামাজিক মাধ্যমে বেশ অ্যাক্টিভ। তাঁর ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, তিনি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। এক জন নৃত্যশিল্পীও।

রূপা দত্ত সামাজিক মাধ্যমে বেশ অ্যাক্টিভ। তাঁর ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, তিনি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। এক জন নৃত্যশিল্পীও।

2 / 6
রূপা দত্তের নিজস্ব অ্যাক্টিং অ্যাকাডেমিও রয়েছে। টেলিউডে সেভাবে তাঁর কাজ চোখে পড়েনি। তবে কেল্লাফতে সিনেমায় অভিনেতা অঙ্কুশের সহ অভিনেত্রী ছিলেন তিনি। এরপর কয়েকটি ছোটো সিরিয়ালে পার্শ্ব চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন।

রূপা দত্তের নিজস্ব অ্যাক্টিং অ্যাকাডেমিও রয়েছে। টেলিউডে সেভাবে তাঁর কাজ চোখে পড়েনি। তবে কেল্লাফতে সিনেমায় অভিনেতা অঙ্কুশের সহ অভিনেত্রী ছিলেন তিনি। এরপর কয়েকটি ছোটো সিরিয়ালে পার্শ্ব চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন।

3 / 6
পাড়ি দিয়েছিলেন মুম্বইতে। সেখানে 'বৈষ্ণব দেবী' সিরিয়ালে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন রূপা দত্ত।

পাড়ি দিয়েছিলেন মুম্বইতে। সেখানে 'বৈষ্ণব দেবী' সিরিয়ালে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন রূপা দত্ত।

4 / 6
অনুরাগ কাশ্যপের বিরুদ্ধেও যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ তুলেছেন তিনি। বিতর্কে জড়িয়েছেন। এমনকি কার্ণি সেনার স্বঘোষিত প্রেসিডেন্টও তিনি।

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধেও যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ তুলেছেন তিনি। বিতর্কে জড়িয়েছেন। এমনকি কার্ণি সেনার স্বঘোষিত প্রেসিডেন্টও তিনি।

5 / 6
রূপা দত্তকে দেখা গিয়েছে তথাগত রায়ের টুইট শেয়ার করতেও। এবার তাঁর গ্রেফতারির খবর নয়া বিতর্ক তৈরি করেছে। কেন রূপা দত্তকে পকেটমারি করতে হচ্ছে, সেই কারণও খতিয়ে দেখছে পুলিশ।

রূপা দত্তকে দেখা গিয়েছে তথাগত রায়ের টুইট শেয়ার করতেও। এবার তাঁর গ্রেফতারির খবর নয়া বিতর্ক তৈরি করেছে। কেন রূপা দত্তকে পকেটমারি করতে হচ্ছে, সেই কারণও খতিয়ে দেখছে পুলিশ।

6 / 6