AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: কারখানা হবে গড়বেতায়! শালবনির স্টিল প্ল্যান্ট নিয়ে প্রশ্নে বললেন সৌরভ

Sourav Ganguly: প্রাথমিকভাবে জানা গিয়েছিল, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সেই স্টিল প্ল্যান্ট তৈরি হতে পারে। তবে সেই কাজ এখনও বিশেষ এগোয়নি। এরই মধ্যে এবার শালবনির স্টিল প্ল্যান্ট নিয়ে প্রশ্নে, সৌরভ নিজেই জানালেন গড়বেতায় হবে নতুন ইস্পাত কারখানা।

Sourav Ganguly: কারখানা হবে গড়বেতায়! শালবনির স্টিল প্ল্যান্ট নিয়ে প্রশ্নে বললেন সৌরভ
কোথায় হবে স্টিল প্ল্যান্টImage Credit: Twitter and Pixabay
| Edited By: | Updated on: Jun 02, 2024 | 9:21 PM
Share

কলকাতা: তিনি শুধু প্রাক্তন ভারত অধিনায়কই নন, পাশাপাশি শহরের প্রথম সারির অন্যতম শিল্পপতিদের তালিকাতেও রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলায় বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন তিনি। মাদ্রিদ থেকেই ঘোষণা করেছিলেন বাংলায় বিনিয়োগের কথা। এরপর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেও সৌরভ বলেছিলেন, তিনি বাংলায় বিনিয়োগ করছেন। ইস্পাত কারখানা তৈরির কথা বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সেই স্টিল প্ল্যান্ট তৈরি হতে পারে। তবে সেই কাজ এখনও বিশেষ এগোয়নি। এরই মধ্যে এবার শালবনির স্টিল প্ল্যান্ট নিয়ে প্রশ্নে, সৌরভ নিজেই জানালেন গড়বেতায় হবে নতুন ইস্পাত কারখানা।

রবিবার শহর কলকাতার বুকে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে অনুষ্ঠানের সঞ্চালক সৌরভকে প্রশ্ন করেন শালবনির স্টিল প্ল্যান্ট প্রসঙ্গে। জবাবে সৌরভ জানান, মেদিনীপুরের গড়বেতায় তৈরি হবে সেই স্টিল প্ল্যান্ট। আগামী ৩-৪ মাসের মধ্যেই সেই ইস্পাত কারখানা তৈরির কাজ অনেকটা হয়ে যাবে বলে আশাবাদী প্রাক্তন ভারত অধিনায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্টিল প্ল্যান্ট নিয়ে তাঁর কী কথা হয়েছিল সে কথাও রবিবাসরীয় সন্ধের ওই অনুষ্ঠানে তুলে ধরেন সৌরভ।

প্রাক্তন ভারত অধিনায়ক জানান, তিনি যখন মমতার সঙ্গে দেখা করে স্টিল প্ল্যান্ট তৈরির প্রস্তাব দিয়েছিলেন, তখন কিছুটা অবাকই হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সৌরভের কথায়, মমতা তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘স্টিল প্ল্যান্ট দিয়ে তুমি কী করবে!’ তখন সৌরভ তাঁকে জানান তাঁর আরও দু’টি স্টিল প্ল্যান্টের কথা। একটি পটনায় এবং অন্যটি আসানসোলে। এরপরই সৌরভ জানান, গড়বেতায় তাঁদের নতুন স্টিল প্ল্যান্ট তৈরি করা হবে।