laketown: যখন-তখন ঢুকে পড়ছে ঘরে, বিড়ালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় ছুটলেন প্রাক্তন IPS-এর স্ত্রী
ঘটনাটি ঘটেছে লেকটাউন এলাকায়। সেখানে প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্ত অভিযোগ করলেন পুলিশের অসহযোগিতার। প্রতিবেশীদের বিরুদ্ধে বারবার থানায় গেলেও, FIR করার পরেও পুলিশ নড়েচড়ে বসছে না বলে অভিযোগ তাঁর।

কলকাতা: বিড়ালের অতিষ্ঠ প্রাক্তন আইপিএস-এর স্ত্রী। যখন তখন ঘরের ভিতর ঢুকে পড়ছে বিড়াল। প্রতিবেশীদের বারবার অভিযোগ করলেও তাঁরা কোনও কর্ণপাত করছেন না। শেষমেশ বিড়ালের জ্বালায় গিয়েছিলেন থানায়। তবে সেখানেও পুলিশি অসহযোগিতার অভিযোগ।
ঘটনাটি ঘটেছে লেকটাউন শ্রীভূমি এলাকায়। সেখানে প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্ত অভিযোগ করলেন পুলিশের অসহযোগিতার। প্রতিবেশীদের বিরুদ্ধে বারবার থানায় গেলেও, FIR করার পরেও পুলিশ নড়েচড়ে বসছে না বলে অভিযোগ তাঁর।
ইন্দ্রাণী দত্তের বাড়িতে যখন-তখন বিড়ালের আনাগোনা বাড়ছে। যার জেরে অতিষ্ঠ হয়ে উঠেছেন প্রাক্তন আইপিএস অফিসারের স্ত্রী। প্রতিবেশীদের বিরুদ্ধে তাঁর অভিযোগ, বিড়াল না তাড়িয়ে অকথ্য ভাষায় কুকথা বলা হয় ইন্দ্রানী দত্তকে। তাঁর আরও অভিযোগ, অগস্ট মাসের শুরুতে লেকটাউন থানায় জেনারেল ডাইরি করেন তিনি। এরপরে ২০শে অগস্ট মামলা করা হয়। পরে ২০শে অক্টোবর ফের থানায় গেলে চরম অসহযোগিতা করা হয় বলে অভিযোগ।
যদিও, ওই বহুতলের এক প্রতিবেশীর দাবি, এই বিড়াল পোষ্য নয়। বাইরে আসা বেড়াল। আগে এদের বাড়-বাড়ন্ত থাকলেও বর্তমানে অনেকটাই কমে গেছে। প্রতিবেশী নবারুণ সাহা বলেন, “ওঁর মাথা খারাপ আছে। আমাদের নামে কেস করেছে। একটা বিড়াল এলে কী করব? আমাদের পোষ্যও নয়।”
পুলিশ কর্তা পঙ্কজ দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্ত বলেন,”আমার স্বামীর চলে যাওয়ার পর প্রতিবেশী চাইছেন না আমি ফ্ল্যাটে থাকি। যতরকম অসহযোগিতা করা যায় করছে। সব লড়াই লড়ছি। থানায় জানিয়েছিলাম আমি। কিন্তু সেখানেও কাজ হয়নি। দ্বিতীয়বার যখন গিয়েছি থানায় তখন থানার ব্যবহার ভাল ছিল না। “
