Shantanu Sen: ‘কষ্ট চেপে কাজ করে যাব’, টিকিট না মেলায় এবার অভিমানী শান্তনুও

Sayanta Bhattacharya | Edited By: সঞ্জয় পাইকার

Mar 13, 2024 | 10:11 PM

Shantanu Sen: এরইমধ্যে আবার ক্ষোভের সুর শোনা গিয়েছে একেবারে মমতার ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের গলাতেও। হাওড়ার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের টিকিট পাওয়া নিয়ে প্রশ্ন তুলে নির্দল হয়ে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর সঙ্গে ইতিমধ্য়েই সব সম্পর্ক ত্যাগ করার কথা ঘোষণা করেছেন মমতা।

Shantanu Sen: ‘কষ্ট চেপে কাজ করে যাব’, টিকিট না মেলায় এবার অভিমানী শান্তনুও
শান্তনু সেন
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: সায়ন্তিকা, অর্জুন সিং, বাবুন বন্দ্যোপাধ্য়ায়ের পর এবার শান্তনু সেন। এবারের লোকসভায় টিকিট পাননি তিনিও। তাতে তাঁর মনেও যে খানিকটা অভিমানের মেঘ জমেছে তা অকপটে স্বীকার করে নিলেন। সদ্য শেষ হয়েছে রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ। নতুন করে আর মনোনয়ন দেয়নি দল। আশা ছিল মিলতে পারে লোকসভার টিকিট। কিন্তু, গত রবিবার ব্রিগেড থেকে ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু, তাতে নাম নেই সদ্য প্রাক্তন সাংসদ শান্তনু সেনের। কষ্ট যে পাচ্ছেন তা এদিন স্বীকারও করে নিলেন।

সম্প্রতি মেয়াদ শেষ হলেও রাজ্যসভাতে তাঁকে আর পাঠায়নি দল। তাতেও খারাপ লাগা রয়েছে, বলছেন শান্তনু। অকপটে বললেন, “মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখে আমি দল করি। তিনি আমায় রাজ্যসভায় পাঠিয়েছিলেন। আমি পরিসংখ্যান তুলে বলতে পারি রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি। বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি। দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি। ভালভাবে কাজ করার পর ভেবেছিলাম পুনর্মনোনয়ন হবে। কিন্তু, কোনও কারণে দল সেটা করতে পারেনি।” 

এখানেই না থেমে লোকসভা ভোটের টিকিট না পাওয়া নিয়ে বলেন, “লোকসভার ক্ষেত্রেও স্বপ্ন দেখিনি তা নয়। যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা মন দিয়ে করেছিলাম তাই ভেবেছিলাম লোকসভায় জায়গা হতে পারে। সেটা হয়নি। মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। আমি তৃণমূল কংগ্রেসটা প্রথমদিন থেকে করি। আমি আমার পেশাগত কাজ বাদ দিয়ে দিনের বাকি সময়টা তৃণমূলের জন্য নিয়োজিত করি। সিপিএমের হাতে মারও খেয়েছি। তাই আশা করে আশাহত হলে কষ্ট তো লাগবেই।” প্রসঙ্গত, একদিন আগেই টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। টিভি-৯ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শুনিয়েছিলেন মন খারাপের কথা। 

এরইমধ্যে আবার ক্ষোভের সুর শোনা গিয়েছে একেবারে মমতার ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের গলাতেও। হাওড়ার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের টিকিট পাওয়া নিয়ে প্রশ্ন তুলে নির্দল হয়ে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর সঙ্গে ইতিমধ্য়েই সব সম্পর্ক ত্যাগ করার কথা ঘোষণা করেছেন মমতা। বাবুনের বিজেপিতে যোগ দেওয়া নিয়েও জল্পনা চলছে। তবে সেই সম্ভাবনার কথা নিজেই উড়িয়েছেন তিনি। তবে শান্তনু কিন্তু আস্থা রাখছেন দলেই। বলছেন, “কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে আগামীদিনে নিষ্ঠার সঙ্গে আমি পালন করব। মনে কষ্ট থাকলেও আমি কাজ করে যাব। আমার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের প্রতি আস্থা আছে।”