Kolkata: দখল তো দূর, কলকাতাই বাঁচাল বাংলাদেশের মান
Kolkata: সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা বিমানবন্দর। খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা হু হু করে কমেছে। ফলে শেষ পর্যন্ত চারটি বিমানের গতিপথ বদলে ফেলতে হল। আর সবক’টি বিমানের বাংলাদেশে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত নামতে হল কলকাতা বিমানবন্দরে।
কলকাতা: সকাল থেকেই চলছে কুয়াশার দাপট। একেবারে যেন পাহাড়ের হাওয়া সমতলে। কুয়াশার কারণে জেলায় জেলায় বিপর্যস্ত যান চলচল। বিপাকে পড়েছে বিমানবন্দরগুলি। সকাল থেকেই খুবই ধীর লয়ে বিমান ওঠানামা করছে কলকাতা বিমানবন্দরে। তবে শুধু বাংলায় নয়। মৌসম ভবন বলছে, গোটা দেশেই এই অবস্থা। গোয়ালিয়র বিমানবন্দরে সকালের দিকে খালি চোখে কার্যত কিছুই দেখা যায়নি। দৃশ্যমানতা নেমে যায় শূন্যে। কুয়াশার দাপটে চাপে পড়ছে পড়শি বাংলাদেশ। চাপে ঢাকা বিমানবন্দরও। এবার তাঁদের পাশে দাঁড়াল কলকাতা।
সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা বিমানবন্দর। খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা হু হু করে কমেছে। ফলে শেষ পর্যন্ত চারটি বিমানের গতিপথ বদলে ফেলতে হল। আর সবক’টি বিমানের বাংলাদেশে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত নামতে হল কলকাতা বিমানবন্দরে। মাঝ আকাশ থেকেই কলকাতায় জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চাওয়া হয়। শেষ পর্যন্ত কলকাতার এয়ার ট্র্যাফিক কন্টোল থেকে গ্রিন সিগন্যাল মিলতেই তড়ঘড়ি চার বিমান নামে কলকাতা বিমানবন্দরে।
এই খবরটিও পড়ুন
তালিকায় রয়েছে J90533 (KWI-DAC), G90518 (SHJ-DAC), BS0350 (AUH-CGP), BS0346 (SHJ-DAC)। প্রায় সব ক’টি বিমানেই দেড়শোর কাছাকাছি যাত্রী ছিল। যাত্রাপথ পরিবর্তনের খবরে সাময়িকভাবে যাত্রীদের মধ্যে উৎকণ্ঠার আবহ তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত কখন সেগুলিকে আবার বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কোনও সময় জানা যায়নি। ওয়াকিবহাল মহলের মতে, সবটাই নির্ভর করছে আবহওয়ার উপর।