Liquor Price: অগস্টেই বাড়ছে মদের দাম, জেনে নিন বিয়ার-হুইস্কি-রামের সম্ভাব্য নতুন দামের তালিকা
Liquor Price: সাড়ে সাতশো মিলি লিটারের BLENDERS PRIDE SELECT PREMIUM WHISKY এর বর্তমান দাম ৯৮০ টাকা। নতুন দাম হতে পারে ১০১০-১০৩০ টাকার মধ্যে। Mc Dowells No.1 Luxury Premium Whisky এর দাম ৬৫০টাকা। নতুন দাম হতে পারে ৬৮০-৭১০টাকার মধ্যে।
কলকাতা: দাম বাড়ছে মদের। জল্পনাটা চলছিল বেশ কিছুদিন ধরেই। তবে ব্যবসায়ীরা বলছেন, এই মাসেই সত্যি হতে পারে জল্পনা। সূত্রের খবর, দাম বৃদ্ধি নিয়ে জুলাইয়ের শেষে মদ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করে ফেলেছে রাজ্য সরকার। শোনা যাচ্ছে এক-দু’দিনের মধ্যেই এসে যাতে বাড়ে দাম বৃদ্ধির বিজ্ঞপ্তি। নতুন দাম কার্যকরী হতে পারে অগস্টের মাঝামাঝি থেকেই।
UDC ওয়াইন শপের ম্যানেজার নীল মাশান্তা বলছেন, “আমি যা শুনেছি তাতে ৭৫০ মিলি লিটারের বোতলে ৩০ টাকা, ৩৭৫ মিলি লিটারের ২০ টাকা ও ১৮০ মিলি লিটারের বোতলে ১০ টাকা পর্যন্ত দাম বাড়বে। এবার এটাই যা বাড়বে এমনটা তো নয়। ১০ টাকাটা ১২ থেকে ১৫ টাকা পর্যন্তও বাড়তে পারে।”
নতুন কেমন দাম হতে পারে হুইস্কির?
সাড়ে সাতশো মিলি লিটারের BLENDERS PRIDE SELECT PREMIUM WHISKY এর বর্তমান দাম ৯৮০ টাকা। নতুন দাম হতে পারে ১০১০-১০৩০ টাকার মধ্যে। Mc Dowells No.1 Luxury Premium Whisky এর দাম ৬৫০টাকা। নতুন দাম হতে পারে ৬৮০-৭১০টাকার মধ্যে। McDowell’s No. 1 Superior Whisky এর দাম ৬৪০ টাকা। নতুন দাম হতে পারে ৬৭০-৬৯০ টাকার মধ্যে। Oaksmith International Blended Whisky এর দাম ৮০০ টাকা। নতুন দাম হতে পারে ৮৩০-৮৫০ টাকার মধ্যে। Oaksmith Gold International Blended Whisky এর বর্তমান দাম ১১৫০ টাকা। নতুন দাম হতে পারে ১১৮০-১২০০ টাকার মধ্যে। Imperial Blue Blended Grain Whisky এর বর্তমান দাম ৬৪০ টাকা। নতুন দাম হতে পারে ৬৭০-৬৯০ টাকার মধ্যে। Antiquity Blue Ultra Premium Whisky এর বর্তমান দাম ১১৩০ টাকা। নতুন দাম হতে পারে ১১৬০-১১৮০ টাকার মধ্যে। Ballantines Finest Blended Scotch Whisky এর বর্তমান দাম ১৯৫০ টাকা। নতুন দাম হতে পারে ১৯৮০-২০০০ টাকার মধ্যে। Bagpiper Deluxe Whisky এর দাম ৫৩০ টাকা। নতুন দাম হতে পারে ৫৬০-৫৮০ টাকা। 100 Pipers Deluxe Blended Scotch Whisky এর দাম ১৮৮০টাকা। নতুন দাম হতে পারে ১৯১০-২৯৩০ টাকার মধ্যে। Royal Stag Superior Whisky এর বর্তমান দাম ৭৪০ টাকা। নতুন দাম হতে পারে ৭৭০-৭৯০টাকার মধ্যে।
কত হতে পারে RUM এর দাম?
Old Monk Gold Reserve Deluxe Premium Rum এর বর্তমান দাম ৭৩০ টাকা। নতুন দাম হতে পারে ৭৬০-৭৮০ টাকার মধ্যে। Old Monk Coffee Extra Ordinary XO Coffee Flavoured Premium Rum এর দাম ১০৫০ টাকা। বেড়ে হতে পারে ১০৮০-১১০০ টাকার মধ্যে। Bacardi Anejo Cuatro Aged 4 Years Aged Gold Rum এর দাম ২৬৫০ টাকা। নতুন দাম হতে পারে ২৬৮০-২৭০০ টাকার মধ্যে। McDowell’s No.1 Celebration Select XXX Gold Rum এর ১৮০ মিলি বোতলেন দাম ১৩০ টাকা। বেড়ে হতে পারে ১৪০–১৫০ টাকা।