Underwater Metro: অপেক্ষার অবসান, ঘোষণা হয়ে গেল গঙ্গার নিচে মেট্রো চড়ার দিনক্ষণ
Underwater Metro: কলকাতা মেট্রো সূত্রে খবর, ব্যস্ত সময়ে মেট্রো চলবে ১২ মিনিট অন্তর। ব্যস্ত সময় ছাড়া চলবে ১৫ মিনিট অন্তর। সকাল ৭ টায় প্রথম মেট্রো ছাড়বে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে। শেষ মেট্রো ছাড়বে দু ' দিক থেকেই রাত ৯:৪৫ মিনিটে।
কলকাতা: ৬ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধনের পর থেকেই চলছিল প্রতীক্ষা। গঙ্গার নিচে কবে মেট্রো সফর করতে পারবেন আম-আদমি, সেই প্রশ্ন ঘোরাফেরা করছিল সকলের মনেই। অধীর আগ্রহে চলছিল অপেক্ষা। শোনা যাচ্ছিল এই মাস থেকেই শুরু হতে পারে পরিষেবা। তবে দিনক্ষণ জানানো হয়নি। অবশেষে জানা গেল ১৫ মার্চ থেকে সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে গঙ্গার নিচের মেট্রোর দরজা।
কলকাতা মেট্রো সূত্রে খবর, ব্যস্ত সময়ে মেট্রো চলবে ১২ মিনিট অন্তর। ব্যস্ত সময় ছাড়া চলবে ১৫ মিনিট অন্তর। সকাল ৭ টায় প্রথম মেট্রো ছাড়বে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে। শেষ মেট্রো ছাড়বে দু ‘ দিক থেকেই রাত ৯:৪৫ মিনিটে। রবিবার চলবে না। সপ্তাহের বাকি দিন চলবে। সূত্রের খবর, অক্টোবরে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড জুড়ে দেওয়া হবে। অক্টোবরের শেষে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।
প্রসঙ্গত, হুগলি নদীর নিচ দিয়ে ছুটবে মেট্রো। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রয়েছে এই রুট। এই রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় ১৬.৫ কিলোমিটার। তার মধ্যে ১০.৮ কিলোমিটার মাটির তলা দিয়ে যাবে। আপাতত হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত চালু হচ্ছে পরিষেবা। অন্যদিকে জোকা- তারাতলা করিডরের নতুন সম্প্রসারিত অংশ মাঝেরহাট মেট্রো স্টেশন পর্যন্ত চালু হচ্ছে ১৫ মার্চ। সূত্রের খবর, ১৩০টি রেক চলবে এই লাইনে। প্রথম মেট্রো শুরু হবে ৮:৩০ মিনিটে। শেষ মেট্রো দুপুর ৩:৩৫ মিনিট। জানালেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।