AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gita Path: গীতাপাঠ ঠিক কটায় শুরু হবে ব্রিগেডে? মোদীকে ছাড়াই ঘোষিত অনুষ্ঠানসূচি

বাংলার বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মাবলম্বীরা ভিড় জমাবেন রাজধানী কলকাতায়। প্রচুর সাধুসন্ত সমাগমের সাক্ষীও রবিবার থাকবে মহানগরী কলকাতা। সেখানেই সমস্বরে গীতা পাঠে মেতে উঠবেন সকলে। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারছেন না বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Gita Path: গীতাপাঠ ঠিক কটায় শুরু হবে ব্রিগেডে? মোদীকে ছাড়াই ঘোষিত অনুষ্ঠানসূচি
ব্রিগেডে চলছে প্রস্তুতিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 23, 2023 | 6:38 PM
Share

কলকাতা: কলকাতায় ব্রিগেডের মাঠে ২৪ ডিসেম্বর, রবিবার আয়োজিত হচ্ছে গীতাপাঠ অনুষ্ঠান। ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ শীর্ষক এই অনুষ্ঠানে বাংলার বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মাবলম্বীরা ভিড় জমাবেন রাজধানী কলকাতায়। প্রচুর সাধুসন্ত সমাগমের সাক্ষীও রবিবার থাকবে মহানগরী কলকাতা। সেখানেই সমস্বরে গীতা পাঠে মেতে উঠবেন সকলে। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারছেন না বলে জানা গিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী না আসতে পারলেও গীতাপাঠের প্রস্তুতি চলছে জোরকদমে। ইতিমধ্যে আয়োজকদের তরফে অনুষ্ঠানসূচিও প্রকাশ করা হয়েছে।

সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারততীর্থ সেবা মিশন আশ্রম, অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ এবং আরও কয়েকটি সংগঠন মিলে এই অনুষ্ঠানের আযোজন করছে। সকাল ৯টার মধ্যেই ব্রিগেডের অনুষ্ঠানস্থলে হাজির হয়ে যাবেন অংশগ্রহণকারীরা। তবে মূল অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টা থেকে।

ভজনের মাধ্যমে গীতাপাঠ অনুষ্ঠানের সূত্রপাত হবে। ১০টা থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত হবে ভজন। সাড়ে ১০টা থেকে হবে শোভাযাত্রা। শোভাযাত্রার শেষে ১১টা ৫ মিনিটে শুরু হবে আরতি। ১০ মিনিট আরতি হওয়ার পর বেদ পাঠ শুরু হবে। সাড়ে ১১টা অবধি বেদ পাঠ চলবে। তার পর শঙ্করাচার্যকে বরণ করা হবে। পৌনে ১২টায় দেওয়া হবে স্বাগত ভাষণ। এর পর শ্রী শঙ্করাচার্য দেবেন আশীর্বচন। এই সব শেষ হলেই শুরু হবে গীতাপাঠ। গীতা পাঠ শুরুর সময় ১২টা ১০ মিনিট ধার্য করেছেন আয়োজকরা। প্রায় এক ঘণ্টা ধরে গীতাপাঠ চলবে। সেখানে উপস্থিত লক্ষ লক্ষ ভক্ত গীতার শ্লোক উচ্চারণ করবেন। সংস্কৃত ধ্বনি রবিবার মুখরিত হবে ময়দানের শীতের দুপুর। সওয়া ১টা নাগাদ গীতাপাঠ শেষ হলে আশীর্বচন দেবেন দ্বৈতপতিজি। তার বক্তৃতা শেষে ধন্যবাদ জ্ঞাপন করা হবে। এর মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।