Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Recovery: তল্লাশি চালাতেই বেরিয়ে এল একের পর এক গয়না, কলকাতায় উদ্ধার ১৪ লক্ষের সোনা

Gold Recovery: শুল্ক দফতরের এয়ার এন্টেলিজেন্স শাখার আধিকারিকরা তল্লাশি চালাতে গিয়ে বুঝতে পারেন ওই যাত্রীদের কাছে সোনা রয়েছে।

Gold Recovery: তল্লাশি চালাতেই বেরিয়ে এল একের পর এক গয়না, কলকাতায় উদ্ধার ১৪ লক্ষের সোনা
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2023 | 7:21 AM

কলকাতা: ফের কলকাতা বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করা হল সোনা। বেআইনিভাবে সোনা নিয়ে যাওয়ার অভিযোগে পাঁচ জন যাত্রীকে আটক করে শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকরা। তাদের কাছ থেকে প্রচুর সোনার গয়না পাওয়া গিয়েছে বলে অভিযোগ। বিমানবন্দর সূত্রে খবর, সব মিলিয়ে অন্তত ২৪০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার মোট দাম ১৪ লক্ষ ১৮ হাজার ৬৭০ টাকা।

বৃহস্পতিবার তাদের ওই যাত্রীদের আটক করা হয়েছিল। পরে সোনা বাজেয়াপ্ত করে ছেড়ে দেওয়া হয় তাঁদের। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ব্যাংকক থেকে কলকাতা গামী থাই এয়ারওয়েজের একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সেই বিমানেই ছিলেন ওই পাঁচ ভারতীয় যাত্রী। তাঁরা যখন গ্রিন চ্যানেল পার করছিলেন, সেই সময় শুল্ক দফতরের এয়ার এন্টেলিজেন্স শাখার আধিকারিকরা তল্লাশি চালাতে গিয়ে বুঝতে পারেন ওই যাত্রীদের কাছে সোনা রয়েছে।

এরপর তাঁদের কাছ থেকে একে একে বের করা হয় সোনার গয়না। বেআইনিভাবে সোনা বহন করার অভিযোগে প্রত্যেক যাত্রীকে আটক করা হয় ও জিজ্ঞাসাবাদ চলে সন্ধ্যা পর্যন্ত।

শুধু সোনা নয়, কিছুদিন আগে হিরেও উদ্ধার হয়েছে বিমানবন্দর থেকে। চলতি মাসেই এক ব্যক্তির কাছ থেকে মোট ২৩৯টি হিরে উদ্ধার করা হয়েছিল, যার ওজন ছিল ৩১.১১ ক্যারেট। কাগজের মোড়ক থেকে হিরে উদ্ধার হতে দেখে কার্যত অবাক হয়েছিলেন নিরাপত্তারক্ষীরাও।