Swasthya Sathi: স্বাস্থ্যসাথী-হেলথ স্কিমে পারফর্মারদের পুরস্কৃত করবে সরকার, বেসরকারি হাসপাতালগুলির কাছে তথ্য চাইল কমিশন
Swasthya Sathi: গত তিন বছরে স্বাস্থ্য সাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কতজন চিকিৎসা পেয়েছেন? বেসরকারি হাসপাতালগুলির কাছে এই তথ্য তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। মোট শয্যা সংখ্যার নিরিখে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কতজন পরিষেবা পেয়েছেন তা জানতে চাইল কমিশন।

কলকাতা: বেসরকারি হাসপাতালগুলিকে নতুন নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। ওষুধ, চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা সামগ্রীর খরচ পুনর্বিবেচনা করার জন্য কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার রাজ্যের ৪৭টি বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকে বলেছিল স্বাস্থ্য কমিশন। সেই বৈঠকেই এই নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে স্বাস্থ্য সাথী নিয়ে চলেছে চর্চা।
গত তিন বছরে স্বাস্থ্য সাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কতজন চিকিৎসা পেয়েছেন? বেসরকারি হাসপাতালগুলির কাছে এই তথ্যও তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। মোট শয্যা সংখ্যার নিরিখে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কতজন পরিষেবা পেয়েছেন তা জানতে চাইল কমিশন। সূত্রের খবর, ঠিক হয়েছে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে পারফর্মাদের পুরস্কৃত করবে কমিশন।
এর আগে স্বাস্থ্য কমিশন হাসপাতালগুলিকে মোট শয্যা সংখ্যার কমপক্ষে ১০ শতাংশ বরাদ্দ করার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই নিরিখেই স্বাস্থ্যসাথী ও হেলথ স্কিমে কতটা পরিষেবা দেওয়া হয়েছে সেই তথ্য়ই হাতে চাইছে কমিশন। সেই তথ্যের ভিত্তিতেই পারফর্মারদের পুরষ্কৃত করবে সরকার।





