AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Governor and Kunal Ghosh: কেমন আছেন কুণাল ঘোষ? দেখতে গেলেন রাজ্যপাল

Kolkata: পরে হাসপাতালেই বসে কুণাল ঘোষ ভিডিয়োয় একটি বার্তা দেন। এবং নিজের শারীরিক অবস্থার কথা জানান। কুণাল জানিয়েছিলেন, তিনি আপাতত সুস্থই রয়েছেন। কোমরে পিঠে চোট নেই। এখানে উল্লেখ্য, শুধুমাত্র রাজনৈতিক দল নয়, সংবাদমাধ্যমের সঙ্গেও যুক্ত কুণাল ঘোষ।

Governor and Kunal Ghosh: কেমন আছেন কুণাল ঘোষ? দেখতে গেলেন রাজ্যপাল
কুণালকে দেখতে হাসপাতালে রাজ্যপালImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 27, 2025 | 9:15 AM
Share

কলকাতা: বাথরুমে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বর্তমানে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সদ্যই হয়েছে অস্ত্রপচার। গতকাল অর্থাৎ বুধবার রাত ৯টা নাগাদ তৃণমূল নেতাকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুস্থতা কামনা করেন তাঁর।

বস্তুত, গত সোমবার বাথরুমে পড়ে যান কুণাল। তারপরই গুরুতর চোট পান তিনি। পায়ের ফিবুলা ভেঙে গিয়েছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, প্লেট আর স্ক্রু দিয়ে মেরামত করা হয়েছে। আপাতত, পায়ের জন্য কুণালকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে কতদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে, তা এখনও জানা যায়নি। তবে এখন যে কোনও আমন্ত্রণ,অনুষ্ঠান,কর্মসূচিতে তাঁর সশরীরে যাওয়া হবে না সে কথা বলাই যায়।

পরে হাসপাতালেই বসে কুণাল ঘোষ ভিডিয়োয় একটি বার্তা দেন। এবং নিজের শারীরিক অবস্থার কথা জানান। কুণাল জানিয়েছিলেন, তিনি আপাতত সুস্থই রয়েছেন। কোমরে পিঠে চোট নেই। এখানে উল্লেখ্য, শুধুমাত্র রাজনৈতিক দল নয়, সংবাদমাধ্যমের সঙ্গেও যুক্ত কুণাল ঘোষ। বছর ৫৭-র এই রাজনীতিক নিয়মিত সংবাদমাধ্যমের মুখোমুখি হন ও বিভিন্ন ইস্যুতে উত্তর দেন। গত কয়েকদিনে এসআইআর আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন কুণাল।