Governor: বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের
Governor C V Anand Bose: রাজ্যের সর্বত্র শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সতর্ক ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। উস্কানিমূলক মন্তব্য বা গুজবে বিশ্বাস না করে পরিস্থিতি শান্ত রাখার বার্তা দিয়েছেন রাজ্যপাল। এ বিষয়ে তিনি রাজ্য সরকারকে ইতিমধ্যেই প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

কলকাতা: বেলডাঙায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচি। আর হাইকোর্টের নির্দেশের পর তাতে কোনও বাধাও নেই। কিন্তু এই কর্মসূচি নিয়ে রাজ্যে যাতে কোনও রকমের অশান্তি বা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি না হয়, তার আবেদন জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে তৈরি করা হয়েছে বিশেষ একটি সেল। নাম ‘অ্যাক্সেস পয়েন্ট’। ২৪ ঘণ্টা চালু থাকবে এই সেল।
রাজ্যের সর্বত্র শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সতর্ক ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। উস্কানিমূলক মন্তব্য বা গুজবে বিশ্বাস না করে পরিস্থিতি শান্ত রাখার বার্তা দিয়েছেন রাজ্যপাল। এ বিষয়ে তিনি রাজ্য সরকারকে ইতিমধ্যেই প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
বাবরি মসজিদ তৈরি করতে নিজের অবস্থানে অনড় হুমায়ুন কবীর। তা আটকাতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে তাতে আর কোনও বাধা রইল না। কারণ আদালত স্পষ্ট করে দিয়েছে, হুমায়ুনের বাবরি মসজিদে আর কোনও বাধা নেই। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেছিলেন, “এর আগে রামমন্দির নিয়ে সম্প্রীতি নষ্টের প্রশ্ন ওঠে। সম্প্রীতি নষ্ট হতে পারে। রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক।” তবে ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছেন, এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না।
