AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CV Ananda Bose: সিভি-তে নয়া পালক, ছবি শেয়ার করে ব্রাত্য লিখলেন ‘এ তো পুরো জটায়ু’

CV Ananda Bose: বিগতদিনে উপাচার্য নিয়োগ নিয়ে বারেবারে সংঘাত দেখা গিয়েছে রাজ্য-রাজ্যপালের বিরুদ্ধে। চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছিল ব্রাত্যকে। পাল্টা সুর চড়াতে দেখা গিয়েছিল রাজ্যপালকেও। শুধু ব্রাত্য নয়, মমতা ব্রিগেডের নেতাদের নানা ইস্যুতে প্রায়শই রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায়।

CV Ananda Bose: সিভি-তে নয়া পালক, ছবি শেয়ার করে ব্রাত্য লিখলেন ‘এ তো পুরো জটায়ু’
মূর্তি ঘিরে তোলপাড় রাজনীতিImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 24, 2024 | 2:46 PM
Share

কলকাতা: পদে বসার পর কেটে গিয়েছে দু’টো বছর। রাজভবনে মহাসমারোহে চলল ২ বছরের পূর্তি অনুষ্ঠান। বৃক্ষরোপন বসে আঁকো প্রতিযোগিতা তো চললই, সেই সঙ্গে রাজভবনে নিজেই নিজের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, ভারতীয় জাদুঘরের তরফে তাঁকে মূর্তিটি উপহার হিসাবে দেওয়া হয়েছে। কিন্তু, রাজ্যপাল স্বয়ং সেই মূর্তি উন্মোচন করায় হতবাক ঘাসফুল শিবির। ধেয়ে এল চাঁচাছোলা আক্রমণ। 

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ছবি পোস্ট করে খোঁচা দিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। লিখলেন, ‘এ তো পুরো জটায়ু! রাজভবনে ম্যাকমোহন’। প্রসঙ্গত, বিগতদিনে উপাচার্য নিয়োগ নিয়ে বারেবারে সংঘাত দেখা গিয়েছে রাজ্য-রাজ্যপালের বিরুদ্ধে। চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছিল ব্রাত্যকে। পাল্টা সুর চড়াতে দেখা গিয়েছিল রাজ্যপালকেও। শুধু ব্রাত্য নয়, মমতা ব্রিগেডের নেতাদের নানা ইস্যুতে প্রায়শই রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায়। তবে ছেড়ে কথা বলেন না বোসও। যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শেষ হয়েও যেন কখনও শেষ হয় না। এবার সেই আঙিনায় যেন নতুন সংযোজন ‘মূর্তি’ কাণ্ড। 

এদিকে এ নিয়ে চাপানউতোর তৈরি হতেই রাজভবনের মিডিয়া সেলের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। ঘটনার আসল ‘বাস্তবতা’ বুঝিয়ে পোস্ট এসেছে এক্স মাধ্যমে। লেখা হয়েছে, ‘অনেক শিল্পী তাঁদের শিল্পকর্ম মাননীয় রাজ্যপালকে উপহার দেন। অনেক চিত্রশিল্পী মাননীয় রাজ্যপালের প্রতিকৃতি এঁকে তাঁকে উপহার দিয়েছেন। অনুরূপভাবে, এক সৃষ্টিশীল ভাস্কর মাননীয় রাজ্যপালের একটি মূর্তি তৈরি করে উপহার দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাকে ‘নিজের মূর্তি উন্মোচন’ বলে উল্লেখ করা হয়েছে।’ 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)