Abhijit Gangopadhyay: সত্যিই OMR শিট পোড়ানো হয়েছে? নাকি লুকোনো আছে? কীসের ইঙ্গিত দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Abhijit Gangopadhyay on OMR Sheet: এসএসসি-র সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে বর্তমানে রাজ্যে চলছে চরম ডামাডোল। এই সকল চাকরি প্রার্থীদের OMR শিট নিয়ে চলছে জল্পনা। সত্যিই কি এই OMR শিট পুড়িয়ে ফেলা হয়েছে? নাকি সরিয়ে ফেলা হয়েছে?

কলকাতা: তিনিই প্রথম প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এরপরই সেই মামলা যায় সুপ্রিম কোর্টে। এসএসসি-র সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে বর্তমানে রাজ্যে চলছে চরম ডামাডোল। এই সকল চাকরি প্রার্থীদের OMR শিট নিয়ে চলছে জল্পনা। সত্যিই কি এই OMR শিট পুড়িয়ে ফেলা হয়েছে? নাকি সরিয়ে ফেলা হয়েছে? ফের একবার এই প্রশ্ন উস্কে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
টিভি ৯ বাংলার প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎবাবু বলেন, “সিবিআই যে মাদার ডিস্কটা উদ্ধার করেছে সেখানে সব পরীক্ষার্থীর OMR শিট আছে। যে দুর্বৃত্তরা জেলে আছেন, তাঁরা OMR শিট পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং পুড়িয়ে দিয়েছেন। তবে সেটাও কতটা সত্য কথা বা সত্য লুকিয়ে রাখার জন্য বলা হচ্ছে তাও বোঝার দরকার আছে। কারণ, পুড়িয়ে দিয়েছি বা নষ্ট করে ফেলা হয়েছে এটার পরও দেখা গিয়েছে সেই OMR শিট থেকে ‘Right to information act’-এর প্রশ্নের উত্তর SSC দিয়েছে। এই মামলাও আমার কাছে এসেছিল। সুতরাং, পুড়িয়ে ফেলেছে বা নষ্ট হয়েছে সেটা আমি এখনও মনে করছি না। এটা আমার মনে হচ্ছে সবটা লুকিয়ে রাখা বা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছিল। সিবিআই সেই সময় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়টি জানায়। তখন কোর্ট নির্দেশ দিয়েছিল কার নির্দেশে পুড়িয়ে ফেলা হল এই শিট? তার তদন্ত করতে হবে। বর্তমানে ফের একবার সেই বিষয়টিই উস্কে দিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর প্রশ্ন সত্যিই কি এই OMR-কে পুড়িয়ে ফেলা হয়েছে?





