AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Bengal Debate: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে উত্তরবঙ্গে স্কুল বন্ধ কেন? বিজেপির প্রশ্নে ফের উঠছে ‘বঙ্গভঙ্গ’ বিতর্ক

North Bengal Debate: গরমের ছুটি নিয়ে ফের জোরালো হচ্ছে 'বঙ্গভঙ্গ' বিতর্ক। শিক্ষামন্ত্রীকে চিঠির পরেই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে পাল্টা তোপ তৃণমূলের।

North Bengal Debate: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে উত্তরবঙ্গে স্কুল বন্ধ কেন? বিজেপির প্রশ্নে ফের উঠছে 'বঙ্গভঙ্গ' বিতর্ক
ছবি - গরমে স্কুল ছুটি নিয়ে ফের মাথাচাড়া দিচ্ছে বঙ্গভঙ্গ বিতর্ক
| Edited By: | Updated on: Apr 28, 2022 | 8:03 PM
Share

কলকাতা: স্কুল ছুটি নিয়ে রাজ্য সরকারের(West Bengal Government) নতুন সিদ্ধান্ত নিতেই তা নিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ(Heat Wave)। তীব্র দাবদহে স্কুল পড়ুয়াদের (School Students) স্বাস্থ্য় নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। আর সেই কারণেই স্কুলে গরমের ছুটির সময়সীমা এগিয়ে এনেছে রাজ্য সরকার। ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত দেড় মাস ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু তাতে আপত্তি তুলেছে বিজেপি। বিজেপির দাবি, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও উত্তরবঙ্গের (North Bengal) চলছে বৃষ্টি। চলছে না তাপপ্রবাহ। তাহলে উত্তরবঙ্গের স্কুলে এতদিন ছুটি দেওয়ার যৌক্তিকতা কোথায়? সেই প্রশ্নই তুলছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ(BJP MLA Shankar Ghosh)। এমনকী সিদ্ধান্ত বিবেচনার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Education Minister Bratya Basu) চিঠিও দিয়েছেন তিনি। যা নিয়েই ফের সরগরম বাংলার রাজ্য-রাজনীতি। শাসক শিবিরের অভিযোগ, এই দাবি তুলে নতুন করে বঙ্গভঙ্গের দাবিকে উষ্কে দিতে চাইছে পদ্ম নেতারা।

এদিকে শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি টুইট বার্তায় শঙ্কর ঘোষ লিখেছেন,’দক্ষিণবঙ্গে গরম পড়লে উত্তরবঙ্গে বন্ধ হয় স্কুল। এই ধরনের সিদ্ধান্তর জন্যই উত্তরবঙ্গে জন্ম নেয় আলাদা রাজ্যের দাবি’। এই প্রসঙ্গে টিভি-৯ বাংলাকে শঙ্কর ঘোষ বলেন, “কখনও প্রয়োজন মতো বৈচিত্র্যকে অস্বীকার করব ঐক্যের কথা বলে। কখনও ঐক্যকে অস্বীকার করব বৈচিত্র্যের কথা বলে। এই ধরনের দুমুখো নীতি না নেওয়াই ভালো। ইতিমধ্যে ছুটির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দার্জিলিং- কালিম্পংকে। তাই এ ক্ষেত্রে শিলিগুড়িকেও বাদ দেওয়ার দাবি আমি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। এমনকী গোটা উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদ দিয়ে বাকি অংশে পুরোপুরি ছুটির বদলে মর্নিং স্কুল চালুর কথা জানিয়েছিলাম”।

এই ইস্য়ুতে ইতিমধ্য়েই মুখ খুলেছেন তৃণমূল নেতারাও। তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, “সিপিএমের জমানায় তো পাহাড়ে উঠতে পারতেন না। পাহাড় অশান্ত ছিল, অচল ছিল। শঙ্কর ঘোষের কথা পুরোপুরি প্ররোচনামূলক। সরকারি নিয়ম তো আর জেলা বা মহকুমা ভিত্তিক হতে পারে না। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনও বৈষম্যও থাকতে পারে না”। প্রসঙ্গত, ভৌগলিক অবস্থান ও জিটিএ-র আওতাভুক্ত হওয়ার কারণে প্রতি বছরই দার্জিলিং ও কালিম্পংকে এই ছুটির তালিকায় রাখা হয় না। কিন্তু, এবার এই তালিকায় সরাসরি শিলিগুড়ির নাম জড়িয়ে যাওয়ায় দানা বাঁধছে নতুন বিতর্ক। এদিকে রাজ্য সরকারের ছুটির সিদ্ধান্ত নিয়ে তোপ দেগেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “কোনও বিশেষজ্ঞের সিদ্ধান্ত ছাড়াই এই ধরণের সিদ্ধান্ত খুবই হতাশাজনক। গরম তো আগামী কয়েকদিনে কমে যাওয়ার কথা। আবহাওয়ার পূর্বাভাস তাই বলছে। তাহলে কী আবার যখন গরমটা বাড়বে তখন স্কুল খুলবে রাজ্য সরকার?”

আরও পড়ুন- ‘নর কঙ্কাল নেতা’, খোঁচা মমতার, তা শুনেই সুশান্ত বললেন…