Anupam Hazra: ক্ষমতায় আসার আগেই অন্তর্কলহ! বিজেপিকে বললেন বিচারপতি
Anupam Hazra: নভেম্বর মাসের শুরুর দিকে ওই ঘটনা ঘটে। একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল অনুপম হাজরার। সভার আগেই মঞ্চ ভাঙচুর করে দুষ্কৃতীরা। এরপরই বিস্ফোরক অভিযোগ তোলেন অনুপম।

কলকাতা: অভিযোগ জানালেন অনুপম হাজরা আর আদালতে ছুটলেন বিজেপি বিধায়ক অনুপ সাহা, সঙ্গে জেলা সভাপতি ধ্রুব সাহাও। সভার আগেই তাঁর মঞ্চ ভাঙচুর করেছেন বিজেপিরই লোকজন, এমনই অভিযোগ তুলেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। বীরভূমের খয়রাশোলের সেই ঘটনার জের পৌঁছেছে কলকাতা হাইকোর্টে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, সেই বিজেপি বিধায়ক অনুপ সাহা ও বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁদের দাবি, মঞ্চ ভাঙচুরের সময় তাঁরা কেউই খয়রাশোলে উপস্থিত ছিলেন না, তাই তাঁদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অবান্তর। মঙ্গলবার এই মামলার শুনানিতেই বিচারপতি জানতে চান অভিযোগকারীর নাম।
নভেম্বর মাসের শুরুর দিকে ওই ঘটনা ঘটে। একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল অনুপম হাজরার। সভার আগেই মঞ্চ ভাঙচুর করে দুষ্কৃতীরা। এরপরই বিস্ফোরক অভিযোগ তোলেন অনুপম। তিনি দাবি করেন, দলেরই একাংশের নেতারা এই কাজ করেছে। এমনকী প্রাণহানির আশঙ্কার কথাও বলেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনুপ সাহা ও ধ্রুব সাহার নাম উল্লেখ করে অভিযোগ জানান তিনি। বাড়ে বিতর্ক।
সোমবারই আদালতের দ্বারস্থ হয়েছেন অনুপ সাহা ও ধ্রুব সাহা। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত জিজ্ঞেস করেন, অভিযোগ কে করেছে। আইনজীবী অনুপম হাজরার নাম বলতেই বিচারপতি বলেন, ‘ক্ষমতায় আসার আগেই দলের একাংশ অন্য অংশের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে।’ অনুপম হাজরাকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন তিনি। অনুপমের বিরুদ্ধে অভিযোগ, শুধু ভাঙচুরের কথা বলা হয়েছে। কখন, কী কী ভাঙা হয়েছে তার কোনও উল্লেখ নেই। ঘটনার সময় তিনি বিধানসভায় ছিলেন বলে দাবি বিধায়ক অনুপ সাহার, আর জেলা সভাপতি ধ্রুব ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে।
শুনানির পর বিচারপতি নির্দেশ দিয়েছেন, আপাতত অনুপম হাজরার অভিযোগের ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুলিশের নোটিসে সাড়া দিতে হবে। পরবর্তী শুনানিতে কেস ডায়েরি হাজির করতে হবে আদালতে। ১৩ ডিসেম্বর পরবর্তী শুনানি।





