Hindmotor Explained: বেঁচে উঠল হিন্দমোটর! তৈরি হবে এবার ১২৮ চাকার গাড়ি

Hindmotor Explained: ২০১৪ সাল থেকে কারখানার গেটে তালা! হিন্দুস্থান মোটরস কোম্পানির বিশ্বখ্যাত সেই অ্যাম্বাসাডর কারখানার ৩৯৫ একর জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেই দশ বছর হয়ে গেল। অনেকেই বলেন এখন সেখানে ভূতের বাস! কিসের ভূত? রাজ্যের শিল্প সম্ভাবনার?

Hindmotor Explained: বেঁচে উঠল হিন্দমোটর! তৈরি হবে এবার ১২৮ চাকার গাড়ি
রাজনৈতিক মহলেও চর্চা Image Credit source: TV 9 Bangla GFX

Aug 02, 2025 | 2:29 PM

চালু কারখানার গেটে লকআউটের তালা। বিক্ষোভ, আন্দোলন, তারপর যে কে সেই! সুদীর্ঘকাল ধরে এই ছবিটাইতেই অভ্যস্ত বাংলা। কিন্তু এবার কিছুটা উলটপুরান। প্রায় এক যুগ আগে বন্ধ হয়ে যাওয়া বিশ্বখ্যাত গাড়ি কারখানার জমিতেই নতুন করে ঘুরতে চলেছে শিল্পদ্যোগের চাকা। আইকনিক অ্যাম্বাসাডর গাড়ির আঁতুরঘর হিন্দমোটরেই এবার আর চারচাকা নয় ১২৮ চাকার পথচলা শুরু হচ্ছে এক্কেবারে নতুন উদ্যোমে। হ্যাঁ হিন্দমোটরেই ফের বাজবে ভোঁ! ফের উঠবে ধোঁয়া। হ্য়াঁ, এখানেই হচ্ছে বিশালাকার কারখানা। যদিও কথাটা প্রথমে শুনে বিশ্বাসই করতে পারছিলেন এলাকার বাসিন্দারা। কারণ, কারখানা হচ্ছে শুনলেই এখনও কেমন যেন একটু বুক দুরুদুরু করে হুগলির বাসিন্দাদের। সিঙ্গুরের জেলা বলে কথা! ঘরপোড়া গরু যে! মুখে হাসি ফুটলেও খুব একটা আশ্বস্ত হতে পারছেন না মনে মনে। এখনও যে মনে দগদগে সিঙ্গুরের স্মৃতি! তাই নতুন খবরটা শোনার পর যেন নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না! কিন্তু ঠিক কিসের কর্মযজ্ঞ শুরু হতে চলেছে বলুন তো?  ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন