
চালু কারখানার গেটে লকআউটের তালা। বিক্ষোভ, আন্দোলন, তারপর যে কে সেই! সুদীর্ঘকাল ধরে এই ছবিটাইতেই অভ্যস্ত বাংলা। কিন্তু এবার কিছুটা উলটপুরান। প্রায় এক যুগ আগে বন্ধ হয়ে যাওয়া বিশ্বখ্যাত গাড়ি কারখানার জমিতেই নতুন করে ঘুরতে চলেছে শিল্পদ্যোগের চাকা। আইকনিক অ্যাম্বাসাডর গাড়ির আঁতুরঘর হিন্দমোটরেই এবার আর চারচাকা নয় ১২৮ চাকার পথচলা শুরু হচ্ছে এক্কেবারে নতুন উদ্যোমে। হ্যাঁ হিন্দমোটরেই ফের বাজবে ভোঁ! ফের উঠবে ধোঁয়া। হ্য়াঁ, এখানেই হচ্ছে বিশালাকার কারখানা। যদিও কথাটা প্রথমে শুনে বিশ্বাসই করতে পারছিলেন এলাকার বাসিন্দারা। কারণ, কারখানা হচ্ছে শুনলেই এখনও কেমন যেন একটু বুক দুরুদুরু করে হুগলির বাসিন্দাদের। সিঙ্গুরের জেলা বলে কথা! ঘরপোড়া গরু যে! মুখে হাসি ফুটলেও খুব একটা আশ্বস্ত হতে পারছেন না মনে মনে। এখনও যে মনে দগদগে সিঙ্গুরের স্মৃতি! তাই নতুন খবরটা শোনার পর যেন নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না! কিন্তু ঠিক কিসের কর্মযজ্ঞ শুরু হতে চলেছে বলুন তো? ...