Hindol Majumdar: জঙ্গি আনসারির সঙ্গে তুলনা করেছিল রাজ্য, যাদবপুরের সেই প্রাক্তনী হিন্দোল পেলেন জামিন
Hindol Majumdar Arrested: কিন্তু এত তড়িঘড়ি গ্রেফতার করে আদালতে পেশ করা হলেও, এই মামলায় কোনও বাড়তি তথ্য উঠে আসেনি বলেই জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী। আর সেই যুক্তিতেই মান্যতা দিয়েছে আদালতও।

কলকাতা: শুক্রবার জঙ্গি প্রসঙ্গ। সোমবার জামিন। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় আদালতে রেহাই পেলেন যাদবপুরের প্রাক্তনী তথা স্পেনে পিএইচডি-রত বাঙালি গবেষক হিন্দোল মজুমদার। এদিন গবেষক পড়ুয়াকে স্বস্তি দিয়েছে আলিপুর আদালত।
তবে হিন্দোলকে একেবারে ছাড়া হাত-পা করেননি বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, হাজার টাকার বন্ডে শর্তসাপেক্ষ ভাবে তাঁকে জামিন দেওয়া হয়েছে। তবে বিচারক কী কী শর্ত আরোপ করেছেন, তা এখনও জানানো হয়নি।
এদিন হিন্দোল মজুমদারের আইনজীবী গোপাল হালদার বলেন, “ওনার বিরুদ্ধে অভিযোগ যে উনি কিছু হোয়াটসঅ্য়াপ মেসেজ পাঠিয়েছিলেন, তবে সেই সকল মেসেজগুলি তার ফোন থেকে এসেছিল কিনা তা না জেনেই, FACL না করেই পুলিশ লুক আউট নোটিস জারি করে। সেই ভিত্তিতেই তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পেশ করা হয় আদালতে।”
কিন্তু এত তড়িঘড়ি গ্রেফতার করে আদালতে পেশ করা হলেও, এই মামলায় কোনও বাড়তি তথ্য উঠে আসেনি বলেই জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী। আর সেই যুক্তিতেই মান্যতা দিয়েছে আদালতও। যার জেরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় হিন্দোল মজুমদার পেয়েছেন জামিন।
প্রসঙ্গত, গত শুক্রবার দিল্লি থেকে কলকাতায় এনে হিন্দোল মজুমদারকে আদালতে পেশ করে কলকাতা পুলিশ। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় তাঁকে ‘মূল চক্রীর’ তকমাও দেওয়া হয়। এমনকি, সেদিন হিন্দোল মজুমদারের আইনজীবী, যখন জামিনের আবেদন জানান, তার পাল্টা রাজ্যের পক্ষের আইনজীবী তুলে ধরে জঙ্গি আফতাব আনসারির প্রসঙ্গ। কীভাবে আফতাব আনসারি দুবাইয়ে বসে কলকাতার আমেরিকা সেন্টারে হামলা চালিয়েছিলেন সেই কথাই শোনা যায় তাঁর মুখে। যা ঘিরে ওঠে নানা প্রশ্ন। কীভাবে একজন বাঙালি গবেষককে কেউ জঙ্গি তকমা দিয়ে দিতে পারেন? সেই প্রশ্নই তোলে বহু বাম সংগঠন।

