Civic Volunteers: রাজ্যে মোট কত সিভিক ভলান্টিয়ার? বেতন কত? যোগ্যতা কী?

Civic Volunteers: ২০১১ সালের অর্ডার বলছে, সিভিক ভলান্টিয়ার হতে গেলে অবশ্যই হতে মাধ্যমিক পাশ। বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এনসিসি, খেলাধূলা, সিভিক ডিভেন্স ভলান্টিয়ারের কাজে যুক্ত থাকলে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল।

Civic Volunteers: রাজ্যে মোট কত সিভিক ভলান্টিয়ার? বেতন কত? যোগ্যতা কী?
গ্রেফতার সিভিকImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2024 | 7:31 PM

কলকাতা: আরজি কর মামলার আগের শুনানিতেই সিভিক নিয়োগ, তাঁদের কাজের গতিপ্রকৃতি নিয়ে একগুচ্ছ প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট। হাসপাতাল-শিক্ষা প্রতিষ্ঠানে সিভিক নিয়োগে নিষেধাজ্ঞাও জারি হয়ে যায়। সেই সঙ্গে সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ নিয়ে রাজ‍্যের হলফনামা তলব করে শীর্ষ আদালত। চাপানউতোর মধ্যেই ৫ অক্টোবর সুপ্রিম নির্দেশ মেনে হলফনামা জমা দেয় রাজ‍্যে। এদিকে তথ্য় বলছে, বর্তমানে কলকাতা এবং রাজ্যজুড়ে এই মুহূর্তে সিভিক ভলান্টিয়ারের সংখ্যা ১ লক্ষ ২৩ হাজার ৬৯৬। শুধু কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ারের সংখ্যা ৭২১৮। রাজ্য পুলিশে সিভিক ভলান্টিয়ারের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৪৭৮। কিন্তু, তাঁদের বেতন, নিয়োগ প্রক্রিয়া, কাজের গতিপ্রকৃতি প্রায়ই চলে চাপানউতোর। কত বেতন পান একজন সিভিক ভলান্টিয়ার?

বেতন কত?

সূত্রের খবর, কলকাতা পুলিশের অধীন সিভিক ভলান্টিয়াররা বর্তমানে মাসিক ১০ হাজার করে টাকা পান। এদিকে শুরুতে মূলত ট্র্যাফিক গার্ড এবং থানায়  সিভিকদের নিয়োগ করার কথা বলা হয়েছিল। যদিও বাস্তবে দেখা গিয়েছে আইনশৃঙ্খলা দেখভালের মতো গুরুত্বপূর্ণ কাজও করছেন সিভিক ভলান্টিয়াররা। এ নিয়ে চাপানউতোরের মধ্যে জল গড়ায় হাইকোর্টে। স্পষ্ট নির্দেশও আসে হাইকোর্টের তরফে। ট্র্যাফিক সামলাতে পুলিশকে সহযোগিতা, উৎসবে ভিড় সামাল দিতে ব্যবহার করা যাবে সিভিকদের। নির্দেশ দেয় আদালত। 

কোন পথে নিয়োগ? 

২০১১ সালের অর্ডার বলছে, সিভিক ভলান্টিয়ার হতে গেলে অবশ্যই হতে মাধ্যমিক পাশ। বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এনসিসি, খেলাধূলা, সিভিক ডিভেন্স ভলান্টিয়ারের কাজে যুক্ত থাকলে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু, ২০১৭ সালে বদল আনা হয় নিয়মে। কমে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি। ২০১৭ সালে দশম শ্রেণির বদলে অষ্টম শ্রেণি পাশ করলেই আবেদন করা যাবে বলে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)