Rinku Majumdar’s Son Death: কীভাবে মৃত্যু রিঙ্কুর ছেলের? পুলিশ জানাল বিস্ফোরক তথ্য

Rinku Majumdar’s Son Death: ইতিমধ্যেই সৃঞ্জয়ের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পারিবারিক সূত্রে জানা যাচ্ছে। এদিন সকালে দুর্গাপুরে ঘুরতে যাওয়ার কথা ছিল সৃঞ্জয়ের। সকাল ৮টায় পরিবারের সদস্যদের সঙ্গে বেরোনোর কথা ছিল তাঁর।

Rinku Majumdar’s Son Death: কীভাবে মৃত্যু রিঙ্কুর ছেলের? পুলিশ জানাল বিস্ফোরক তথ্য
সৃঞ্জয় দাশগুপ্ত Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 13, 2025 | 4:25 PM

কলকাতা: সাতসকালেই নিউটাউনের আবাসন থেকে উদ্ধার হয়েছিল রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের দেহ। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। তাতেই জোর শোরগোল। কিন্তু, কী কারণে মৃত্যু? তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই দেহ আরজি কর হাসপাতালে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওষুধের ওভার ডোজের কারণে মৃত্যু হয়েছে সৃঞ্জয়ের। 

প্রসঙ্গত, সল্টলেকের একটি তথ্য-প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন বছর সাতাশের সৃঞ্জয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। নিয়মিত তার ওষুধও চলত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওষুধের ওভার ডোজের কারণে মৃত্যু হয়েছে সৃঞ্জয়ের। 

ইতিমধ্যেই সৃঞ্জয়ের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পারিবারিক সূত্রে জানা যাচ্ছে। এদিন সকালে দুর্গাপুরে ঘুরতে যাওয়ার কথা ছিল সৃঞ্জয়ের। সকাল ৮টায় পরিবারের সদস্যদের সঙ্গে বেরোনোর কথা ছিল তাঁর। ঘুরতে যাওয়ার জন্য অফিসে আগাম ২ দিনের ছুটিও নিয়ে রেখেছিলেন। কিন্তু, তার আগে এ ঘটনায় হতবাক সকলে। ছেলের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছে রিঙ্কু মজুমদার। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।