AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR Online: অনলাইনে কীভাবে হবে SIR, ওয়েবসাইটে ফর্ম পেতে গেলে একটাই শর্ত মানতে হবে

West Bengal SIR: আবেদনের স্টেটাস জানা যাবে অনলাইনে। অভিযোগ রেজিস্টার করাতে পারবেন। ই এপিক ডাউনলোডও করতে পারবেন অনলাইনেই। অর্থাৎ বাড়ির থেকে দূরে থাকলেও যাতে এসআইআর প্রক্রিয়ায় কোনও অসুবিধা না হয়, তার সব ব্যবস্থাই রয়েছে কমিশনের ওয়েবসাইটে।

SIR Online: অনলাইনে কীভাবে হবে SIR, ওয়েবসাইটে ফর্ম পেতে গেলে একটাই শর্ত মানতে হবে
Image Credit: PTI
| Updated on: Nov 08, 2025 | 8:27 AM
Share

কলকাতা: নির্বাচন কমিশন বারবার আশ্বস্ত করলেও এসআইআর প্রক্রিয়া নিয়ে ঘুম উড়েছে অনেকেরই। বাড়িতে না থাকলে কীভাবে ফর্ম পূরণ করবেন, তা ভেবেই চিন্তায় ছিলেন অনেকে। অবশেষে প্রযুক্তিগত ত্রুটি সারিয়ে ওয়েবসাইট খুলে দিয়েছে কমিশন। শুক্রবার মধ্যরাত থেকেই খুলে দেওয়া হয়েছে সেই ওয়েবসাইট। এখন প্রশ্ন হল, কীভাবে অনলাইনে সেই প্রক্রিয়ায় অংশ নেওয়া সম্ভব? কীভাবে ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এনুমারেশন ফর্ম?

এসআইআর প্রক্রিয়ায় সবার আগে দেখতে হবে ২০০২ সালের সংশোধিত তালিকায় ভোটারের নাম বা ভোটারের বাবা-মায়ের নাম ছিল কি না। বিএলও-রা বাড়িতে এলে, তাঁদের হাতেই সেই তালিকা থাকছে, কিন্তু সেটাও দেখা যাবে ওয়েবসাইট থেকেই। https://voters.eci.gov.in- এই ওয়েবসাইটে লগ ইন করে তালিকা দেখতে হবে।

https://voters.eci.gov.in-ওয়েবসাইটে লগ ইন করতে গেলে তিনটি অপশন রয়েছে। রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা ই মেইল আইডি অথবা এপিক নম্বর দিতে হবে। তারপর ক্যাপচা দিলে আসবে ওটিপি (OTP)। সেটা বসিয়ে লগ ইন করতে হবে।

তবে এ ক্ষেত্রে শর্ত হল এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বরের লিংক থাকতেই হবে। লিংক না থাকলে ওটিপি আসবে না, ফলে লগ ইনও করা যাবে না।

কোন রাজ্যের ভোটার, সেটা বেছে নিতে হবে। তারপর ২০০২-এর তালিকা দেখে নিতে পারবেন ভোটার। ‘সার্চ ইওর নেম ইন লাস্ট এসইআর’- এই অপশনে ক্লিক করে দেখতে পাবেন সেই তালিকা।

এরপর ‘ফিল এনুমারেশন ফর্ম’- এই অপশনে ক্লিক করতে হবে। সেখানেই দেখতে পাবেন ফর্ম। সেটি অনলানেই পূরণ করতে পারবেন।

এরপর এপিক নম্বর বসাতে হবে। সেটি যদি না মেলে, তাহলে সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে যোগাযোগ করতে হবে। ‘বুক আ কল উইথ বিএলও’- এই অপশনে গিয়ে যোগাযোগ করতে পারেন।

অফলাইন ফর্মের মতোই অনলাইনে এনুমারেশন ফর্মে দিতে হবে নিজের নাম, বাবা-মায়ের নাম। বাবা-মায়ের নাম ২০০২-এর তালিকায় না থেকে থাকলে সেটা জানানোর জন্যও অপশন থাকবে।

২০০২-এর বিধানসভা কেন্দ্র, সিরিয়াল নম্বর দিতে হবে ফর্মে।