AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: অবশেষে খুলল ওয়েবসাইট, ঘরে বসেই পান এনুমারেশন ফর্ম

SIR in Bengal: বাড়ি এসে বিএলও মারফৎ ফর্ম ফিল-আপ করলে ত্রুটির সম্ভাবনা অনেকটাই কমবে। তবে যাঁরা একান্তই বাড়ি ফিরতে পারবেন না, তাঁদের জন্য অনলাইন প্র্রক্রিয়াই ভরসা। সে ক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষর করেই এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

SIR in Bengal: অবশেষে খুলল ওয়েবসাইট, ঘরে বসেই পান এনুমারেশন ফর্ম
খুলল ওয়েবসাইটImage Credit: Election Commission Of India (Website)
| Edited By: | Updated on: Nov 08, 2025 | 7:19 AM
Share

কলকাতা: গত মঙ্গলবার থেকে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই ফর্ম বিলি শুরু করে দিয়েছে কমিশন। কিন্তু চিন্তা বাড়ছিল একাংশের। কর্মসূত্রে বাড়ির বাইরে থাকলে, কীভাবে পাবেন ফর্ম? অনলাইন প্রক্রিয়াও বন্ধ ছিল এতদিন। অবশেষে শুরু হল সেই প্রক্রিয়া। শুক্রবার মধ্যরাতেই ওয়েবসাইট চালু করেছে কমিশন।

বাংলা সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একসঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। যাঁরা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন, আপাতত বাড়ি ফেরার কোনও উপায় নেই, তাঁদের কাছে অনলাইন প্রক্রিয়াই ভরসা। তাঁদের কথা মাথায় রেখেই নতুন ওয়েবসাইট চালু করেছে কমিশন। তবে এ ক্ষেত্রে এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বরের লিংক থাকতে হবে, তাহলেই অনলাইনে ফর্ম পূরণ করা যাবে।

https://voters.eci.gov.in-এই ওয়েবসাইট খুলে ফর্ম পাবেন ভোটাররা। এছাড়া ২০০২-এর এসআইআর-এর তালিকায় নিজের বা বাবা-মায়ের নাম আছে কি না, সেটাও দেখা যাবে ওই ওয়েবসাইট থেকেই। অনলাইনের ক্ষেত্রে ‘ডিজিটাল স্বাক্ষর’ করেই ফর্ম পূরণ করতে হবে।

রাজ্য জুড়ে ৮০ হাজারের বেশি বিএলও নিয়োগ করেছে কমিশন। তাঁরা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করছেন। নিয়ম হল, একজন ভোটার যদি বাড়িতে না থাকেন, সে ক্ষেত্রে বিএলও তিনবার তাঁর বাড়িতে যাবেন ও নোটিস দিয়ে আসবেন। তারপরও ভোটারের সঙ্গে যোগাযোগ করা না গেলে শুনানির জন্য ডাকা হবে। ইতিমধ্যেই তিন কোটির বেশি ফর্ম বিলি করেছে কমিশন।

মঙ্গলবার থেকেই অনলাইনে এনুমারেশন ফর্ম দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। অবশেষে জটিলতা কাটিয়ে চালু হল ওয়েবসাইট।