Humayun Kabir: দিলীপের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের হুমায়ুন কবীর
Humayun Kabir: মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে হুমায়ুন কবীর বলেন, "নেতা কে বড় আর কে ছোট, সেটা তাঁর আচরণে প্রমাণিত হয়। ২০১৫ সালের আগে কেউ বোঝেনি, দিলীপ ঘোষ একজন উল্লেখযোগ্য নেতৃত্বের ভূমিকা পালন করবেন।"

কলকাতা: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষেরই ভূয়সী প্রশংসা করে ফেললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আর তাতেই রাজনৈতিক মহলে বিতর্ক। করলেন বিস্ফোরক অভিযোগ। তিনি বললেন, ‘শুভেন্দু চক্রান্ত করে দিলীপকে জেতা আসন থেকে সরিয়ে দিয়েছে।’ তাতেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে আরও একটা বিতর্কের।
মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে হুমায়ুন কবীর বলেন, “নেতা কে বড় আর কে ছোট, সেটা তাঁর আচরণে প্রমাণিত হয়। ২০১৫ সালের আগে কেউ বোঝেনি, দিলীপ ঘোষ একজন উল্লেখযোগ্য নেতৃত্বের ভূমিকা পালন করবেন। ২০১৬-তে তিনি নির্বাচন ফেস করে খড়্গপুরের মতো জায়গায় আমাদের ১০ বারের এমএলএ জ্ঞান সিং সোহমপালকে হারিয়ে নির্বাচিত হলেন। ২০১৯-এও তিনি জিতে গেলেন। সাংসদ হলেন। ২০২৪ সালে তাঁর জেতা সিট থেকে শুভেন্দুরা চক্রান্ত করে পূর্ব বর্ধমান পাঠিয়ে দিল। সেই ব্যক্তি বড় না ছোট, সেটা মূল্যায়ন করা যাবে না। শুভেন্দু অধিকারী চক্রান্ত করতে খুব ভালবাসে। ২০১৬ সালে তো আমাকেও শুভেন্দু চক্রান্ত করে তৃণমূলের টিকিট পেতে দেয়নি।”
হুমায়ুনের এই বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “এ ব্যাপারে আমার কী বলার থাকতে পারে। কেউ আমার প্রশংসাও করতে পারেন, নিন্দাও করতে পারেন। ওনার পর্যবেক্ষণ উনি বলেছেন, আমি কী বলতে পারি। হুমায়ুন কবীরও একসময়ে আমার হাত ধরে আমাদের দলে এসেছেন। আমার সঙ্গে বন্ধুত্ব আছে, শত্রুতা নেই। কিছু মতপার্থক্য রয়েছে। তবে যে কেউ তাঁর মত প্রকাশ করতেই পারেন।”





