
কলকাতা: বিধানসভায় বাজেট পেশের আগে কার্য উপদেষ্টা কমিটির (বিএ) বৈঠক। সেই বৈঠকে বিজেপির কোনও প্রতিনিধি নেই। এই নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিজেপি প্রতিনিধিদের বৈঠকে অনুপস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা কেন এই বৈঠকে অনুপস্থিত থাকেন, তা তিনি বুঝতে পারছেন না। মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন বাজেট অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়। সেখানে শাসকদলের প্রতিনিধিরা ছাড়া আইএসএফের নওশাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। কিন্তু, বিজেপির কেউ ছিলেন না। তা নিয়ে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এই সব বৈঠকে সংসদে যোগ দিই। কিন্তু এখানে ওরা (বিরোধীরা) আসে না।” তিনি আরও বলেন, “এই ধরনের বৈঠকে উপস্থিত থাকা উচিত। এটাই সংসদীয় রাজনীতিতে রীতি। এখানকার বিরোধীরা এই ধরনের বৈঠকে আসে না কেন আমি বুঝতে পারি না।” দীর্ঘদিন বাদে এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। নানা বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়।
বৈঠকের মাঝে নওশাদের সঙ্গেও কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষকে মমতা নির্দেশ দেন, দলের নতুন বিধায়কদের আরও বেশি বলার সুযোগ দিতে হবে। বাজেট নিয়ে আলোচনার সময়সীমাও বেশ কিছুটা বাড়ানো হয়েছে।
বিএ কমিটিতে বিরোধীদের না থাকা নিয়ে মমতার মন্তব্যের জবাব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “অশোক লাহিড়ীর নাম পিএসি চেয়ারম্যান হিসাবে আমরা দিয়েছিলাম। কিন্তু সেই নাম তো শোনা হয়নি। ফলে আমাদের যাওয়া বা না যাওয়ায় কোনও পার্থক্য হয় না।”