Soumitra Khan: ‘স্বামীর মৃত্যুর পর পারমিতাকে বিয়ে করেছি’, চারটে বিয়ে নিয়ে ‘ক্লিয়ার’ করলেন সৌমিত্র

Soumitra Khan: বিতর্কের আবহেই বুধবার বিকালে ফেসবুক পোস্টে দিলীপকে একহাত নেন সৌমিত্র। লেখেন, ‘একজন ত্যাগী থেকে কীভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি। দিলীপ বাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাঁদের পথ অনুসরণ করছেন।’

Soumitra Khan: স্বামীর মৃত্যুর পর পারমিতাকে বিয়ে করেছি, চারটে বিয়ে নিয়ে ক্লিয়ার করলেন সৌমিত্র
আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালেন সৌমিত্র Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

May 02, 2025 | 2:10 PM

কলকাতা: “আপনি বলছেন আমার চারটে বিয়ে ইত্যাদি ইত্যাদি, সৌমিত্র খাঁ কলার উঁচু করে বলে – তুমি ভারতীয় জনতা পার্টিতে থাকো, অন্য দলে গেলে আমি তোমায় পরিত্যাগ করছি।” গর্জে উঠলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। থামলেন না এখানেই। বিজেপিতে যোগদানের পর যে তাঁর সামগ্রিকভাবে লাইফস্টাইলটাই বদলে গিয়েছে গিয়েছে তাও বারবার বললেন জোর দিয়ে। কিন্তু, হঠাৎ ব্যক্তিগত জীবন নিয়ে কেন এত কথা? নেপথ্যে সেই দিলীপ ঘোষ। দিঘায় গিয়ে মমতার সঙ্গে পাশাপাশি বসে এক্কেবারে শোরগোল ফেলে দিয়েছেন দিলীপ ঘোষ। তোপের মুখে পড়েছেন দলেরই সতীর্থদের। বিতর্ক একেবারে গগণচুম্বী।

বিতর্কের আবহেই বুধবার বিকালে ফেসবুক পোস্টে দিলীপকে একহাত নেন সৌমিত্র। লেখেন, ‘একজন ত্যাগী থেকে কীভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি। দিলীপ বাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাঁদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয়!’ তবে বিতর্ক শুরু হতেই পাল্টা দিতে ছাড়েননি দিলীপও। কারও নাম না করেই এদিন বলেন, “চরিত্র নিয়ে কারা কথা বলছে, যাদের দিনের জীবন এক, রাতের জীবন এক। যাঁদের ৪টে বউ, ৮টা গার্লফ্রেন্ড, তাঁরা চরিত্র নিয়ে কথা বলছে।”

এরইমধ্যে ফের দিলীপকে বেনজির আক্রমণ করে বসলেন সৌমিত্র। সাফ বললেন, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার আগে আমি মদ্যপান করতাম। ক্ষোভের সুর আরও চড়িয়ে অকপটেই গর্জে ওঠেন বিষ্ণুপুরের সাংসদ। বলেন, “আপনি বলছেন আমার চারটে বিয়ে ইত্যাদি ইত্যাদি, সৌমিত্র খাঁ কলার উঁচু করে বলে- তুমি ভারতীয় জনতা পার্টিতে থাকো, অন্য দলে গেলে আমি তোমায় পরিত্যাগ করছি। যাকে বিয়ে করেছি পারমিতা তিনি ভারতীয় জনতা পার্টির এক কর্মীর স্ত্রী ছিলেন। সেই কর্মীর মৃত্যুর পর আমি তাঁকে বিয়ে করেছি। আমি ভাল কাজ করেছি। আমি খুব ভাল কাজ করেছি।”