AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: অপারেশন সিঁদুর নিয়ে দেশবাসীকে জানাতে পার্লামেন্ট বসানোর আবেদন মমতার

Mamata Banerjee: অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বের দরবারে ভারতের বার্তা পৌঁছে দিতে বিভিন্ন দেশে গিয়েছে বহুদলীয় একাধিক প্রতিনিধি দল। একটি প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: অপারেশন সিঁদুর নিয়ে দেশবাসীকে জানাতে পার্লামেন্ট বসানোর আবেদন মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook
| Edited By: | Updated on: May 24, 2025 | 8:22 AM
Share

কলকাতা: অপারেশন সিঁদুর ও পাকিস্তানের সঙ্গে টানাপোড়েন নিয়ে দেশবাসীকে জানাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে কেন্দ্রের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানালেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে তাঁর পাশে সবসময় দাঁড়াবে তৃণমূল কংগ্রেস। অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে পৌঁছে দিতে কেন্দ্রের বহুদলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকেও স্বাগত জানান মুখ্যমন্ত্রী।

শুক্রবার এক্স হ্যান্ডলে মমতা লেখেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের দরবারে পৌঁছতে সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে যাচ্ছে। যা দেখে আমি আনন্দিত। আমি সর্বদা বলেছি যে দেশের স্বার্থ ও আমাদের সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্র যা পদক্ষেপ নেবে, তৃণমূল তার পাশে দাঁড়াবে। প্রতিনিধি দলগুলি নিরাপদে ফেরার পর সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাই। কারণ আমি বিশ্বাস করি, সংঘাত ও তার পরবর্তী ঘটনাপরম্পরার বিষয়ে সবার আগে জানার অধিকার রয়েছে দেশের মানুষের।”

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে হামলা চালিয়ে ২৬ জনকে জঙ্গিরা হত্যার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়েছিলেন, হামলার জবাব দেওয়া হবে। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করা হয়। আর জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হেনে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। যদিও ভারত স্পষ্ট করে দেয়, পাকিস্তানে শুধু জঙ্গিঘাঁটিকেই নিশানা করা হয়েছে। তারপরও ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তান সীমান্তে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করে। মিসাইল ছোড়ে। প্রত্যেকটি হামলা প্রতিহত করে ভারতীয় সেনা। গত ১০ মে পাকিস্তান সেনার ডিজিএমও ভারতের ডিজিএমও-কে ফোন করেন। দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়।

অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা বিশ্বের কাছে তুলে ধরতে বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তেমনই একটি প্রতিনিধি দলে কেন্দ্র প্রথমে রেখেছিল তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে। সেইসময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁরা প্রতিনিধি দলকে বয়কট করছেন না। কিন্তু, তাঁদের দলের প্রতিনিধি কে হবেন, তা দলই ঠিক করবে। প্রতিনিধি দল থেকে ইউসুফের নাম প্রত্যাহার করা হয়। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন মমতাকে। প্রতিনিধি দলে অভিষেকের নাম প্রস্তাব করেন তৃণমূল সুপ্রিমো। প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান-সহ এশিয়ার পাঁচটি দেশে গিয়েছেন অভিষেক। মোট ৭টি প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। এদিন মমতা কেন্দ্রের কাছে আবেদন জানালেন, প্রতিনিধি দলগুলি ফিরে আসার পর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক।