AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘দরকারে গাঁটের কড়ি খরচ করে ওয়ার রুম চালান’, SIR-এর শেষবেলায় আর কী বার্তা অভিষেকের?

SIR in Bengal: সূত্রের খবর, এই বৈঠকেই বিধায়ক-সাংসদদের জন্যও স্পষ্ট বার্তা গিয়েছে অভিষেকের তরফে। তাঁর সাফ কথা, দরকারে গাঁটের কড়ি খরচ করে ওয়ার রুম চালান। অন্য রাজনৈতিক দলের মতো আমরা বিধায়ক বা সাংসদদের মাইনে থেকে টাকা কাটি না। আগামী দিনগুলিতে দিন ঝাঁপিয়ে পড়ুন।

Abhishek Banerjee: ‘দরকারে গাঁটের কড়ি খরচ করে ওয়ার রুম চালান’, SIR-এর শেষবেলায় আর কী বার্তা অভিষেকের?
অভিষেক বন্দ্যোপাধ্য়ায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 24, 2026 | 8:05 PM
Share

কলকাতা: বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী– এসআইআর আবহে তৃণমূল যেন এটাই পণ করেছে। দলের রণসজ্জা দেখে তেমনটাই যেন মনে করছেন রাজনীতির কারবারিরা। কোর্ট হোক রাস্তায় সর্বত্রই সরব ঘাসফুল শিবির। ভোটার দিবসে ভোটাধিকার রক্ষার দাবিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের ব্লকে ব্লকে হবে তৃণমূল কংগ্রেসের মিছিল। প্রতি ব্লকে দু’টি করে মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে। বুথে বুথে ভোটরক্ষা কমিটি গড়তে হবে। আত্মতুষ্টি নয়, যুদ্ধের সময়, সাফ কথা অভিষেকের। আগামী ২২ দিন কর্মীদের মাটি আকড়ে থাকার নির্দেশ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। কাজ সিরিয়াস না হলে দল রাখবে না, সাফ বার্তা অভিষেকের। সূত্রের খবর, দলের মেগা ভার্চুয়াল মিটিংয়ে এ কথা বলেছেন। 

সূত্রের খবর, এই ভার্চুয়াল বৈঠকে দলের প্রায় সর্বস্তরের কর্মীরাই ছিলেন। বিধায়ক, সাংসদ থেকে পঞ্চায়েত, পুরসভা স্তরের নেতারা উপস্থিত ছিলেন। প্রায় ১ লাখেরও বেশি লোক ছিলেন বলে জানা যাচ্ছে। সেখানেই একের পর এক বার্তা দিতে দেখা যায় অভিষেক। তবে এই ভার্চুয়াল বৈঠকে বিএলএ টু-দের নজরকাড়া উপস্থিতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। এসআইআইআর-এর শেষবেলাতেও তৃণমূল এক ছটাকও মাটি ছাড়তে নারাজ বলেই মত ওয়াকিবহাল মহলের। 

সূত্রের খবর, এই বৈঠকেই বিধায়ক-সাংসদদের জন্যও স্পষ্ট বার্তা গিয়েছে অভিষেকের তরফে। তাঁর সাফ কথা, দরকারে গাঁটের কড়ি খরচ করে ওয়ার রুম চালান। অন্য রাজনৈতিক দলের মতো আমরা বিধায়ক বা সাংসদদের মাইনে থেকে টাকা কাটি না। আগামী দিনগুলিতে দিন ঝাঁপিয়ে পড়ুন। ১ কোটি ৩৬ লক্ষের আশপাশে যে নাম থাকবে লজিক্যাল ডিক্রিপেন্সির তালিকায় তা যেন কোনওভাবেই বাদ না পড়ে তা বলছেন অভিষেক। তাঁর সাফ কথা, “১ কোটি ৩৬ লক্ষের নাম আগের ভোটের তালিকায় ছিল। এখন এই নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে দিয়েছে। এদের নাম যেন বাদ না যায় তাই সুনিশ্চিত করতে হবে।” তাঁর স্পষ্ট নির্দেশ, “আগামী পনেরো কুড়ি দিন ওয়ার রুম ফাংশনাল রাখুন। পার্টি চেয়েছে এমপি, এমএলএ হয়েছেন। দু’দিনের মধ্যে ওয়ার রুম কার্যকরী করুন। ওয়ার রুম চালু না রাখলে বিজেপির ষড়যন্ত্র ধরবেন কীভাবে।”