AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Illegal Parking: ডার্বি ম্যাচে পুলিশের নাকের ডগায় ‘অবৈধ পার্কিং’, ভোগান্তি দর্শকদের

ডুরান্ড কাপের ফাইনাল ঘিরে যত্রতত্র অবৈধ পার্কিংয়ের অভিযোগ উঠল। সল্টলেকের আইএ ব্লকের ফুটপাত রাস্তা দখল করে পার্কিং লট বানানোর অভিযোগ উঠেছে। পুলিশের সামনেই অবৈধ ভাবে পার্কিং চালানো হয়েছে।

Illegal Parking: ডার্বি ম্যাচে পুলিশের নাকের ডগায় ‘অবৈধ পার্কিং’, ভোগান্তি দর্শকদের
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Sep 04, 2023 | 6:40 AM
Share

কলকাতা: ডুরান্ড কাপের ফাইনালে রবিবার মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে এই ম্যাচ ঘিরে কলকাতার ফুটপ্রেমীদের উন্মাদনা ছিল চরমে। রবিবাসরীয় এই ডার্বি দেখতে ভিড় উপচে পড়েছিল যুবভারতীয় স্টেডিয়ামে। দুই দলের সমর্থক এবং ফুটবলপ্রেমীদের একাংশ বাইক- চারচাকা নিয়ে এসেছিলেন মরসুমের দ্বিতীয় ডার্বির সাক্ষী থাকতে। কিন্তু স্টেডিয়ামের বাইকে পার্কিং নিয়ে নাজেহাল হতে হল তাঁদের। ফুটপাতের রাস্তা দখল করে অবৈধ পার্কিংয়ের অভিযোগ উঠেছে। পুলিশের সামনেই এই সহ ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ সে দিকে নজরই দেয়নি বলে অভিযোগ। স্থানীয় কাউন্সিলরও জানিয়েছেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

ডুরান্ড কাপের ফাইনাল ঘিরে যত্রতত্র অবৈধ পার্কিংয়ের অভিযোগ উঠল। সল্টলেকের আইএ ব্লকের ফুটপাত রাস্তা দখল করে পার্কিং লট বানানোর অভিযোগ উঠেছে। পুলিশের সামনেই অবৈধ ভাবে পার্কিং চালানো হয়েছে। ডুরান্ড কাপের ফাইনালে পুলিশের পক্ষ থেকে ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য আই এ ব্লকের সামনে পার্কিংয়ের কথা বলা হলেও সেই পার্কিংয়ে দুই চাকা রাখতে গেলে দিতে হচ্ছে ৫০ টাকা। এই টাকা দিতে হচ্ছে নামমাত্র সময়ের জন্য। বাইকের সঙ্গে হেলমেট রাখতে গেলে দিতে হচ্ছে অতিরিক্ত ৩০ টাকা।

সেই খবর সংগ্রহ করতে এআই ব্লকে গিয়ে পার্কিং আদায়কারীদের প্রশ্ন করছিল টিভি৯ বাংলার প্রতিনিধি। কিন্তু সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই অন্যত্র সরে যায় তাঁরা। তবে ফুটবলপ্রেমীদের অভিযোগ, শুধুমাত্র বাইক রাখতে গেলে দিতে হচ্ছে ৮০ টাকা। তাও কয়েক ঘণ্টার জন্য। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর মিনু চক্রবর্তীকে প্রশ্ন করা হলেছিল। এর জবাবে তিনি বলেছেন, “কারা এই ধরনের পার্কিং আদায় করছে সে বিষয়টি তিনি জানেন না। তবে এই ধরনের পার্কিং আদায় করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”