AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EXPLAINED: এবার কি ‘মমতা ইজ INDIA, INDIA ইজ মমতা’?

EXPLAINED: দিল্লিতে বিধানসভা নির্বাচনে হেরেছে অরবিন্দ কেজরীবালের আপ। তেমনই দিল্লিতে কংগ্রেস এবারও একটি আসনও পায়নি। ফলে ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে। এই পরিস্থিতিতে তৃণমূল নেতারা বলছেন, ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উচিত। ইন্ডিয়া জোট নিয়ে শরিকরা কী বলছে? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন।

EXPLAINED: এবার কি 'মমতা ইজ INDIA, INDIA ইজ মমতা'?
ইন্ডিয়া জোট কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভর করে থাকবে?
| Updated on: Feb 11, 2025 | 12:33 AM
Share

কলকাতা: ধুমধাম করে আত্মপ্রকাশ। দেশের একাধিক শহরে বৈঠক। লোকসভা নির্বাচনের আগে হাতে হাত মেলায় বিরোধীরা। গড়ে ওঠে ইন্ডিয়া জোট। লোকসভা নির্বাচনের এক বছর পূর্ণ হওয়ার আগেই সেই ইন্ডিয়া জোট নিয়ে প্রশ্ন উঠছে। তেমনই ইন্ডিয়া জোটের নেতৃত্ব কার হাতে থাকা উচিত, তা নিয়ে নানা মত উঠে আসছে। দিল্লিতে বিধানসভা নির্বাচনের পর সেই আলোচনা আরও বেড়েছে। দিল্লিতে আপকে সমর্থন করেছিল তৃণমূল। সেই আপের পরাজয়ে কি ইন্ডিয়া জোটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বাড়ছে? মমতা ছাড়া কি ইন্ডিয়া জোটের আর গতি নেই? ইন্ডিয়া জোটের নেতৃত্বের ব্যাটন কি তৃণমূল সুপ্রিমোর হাতে থাকা উচিত? তাঁকে ঘিরেই কি আবর্তিত হবে বিরোধীদের জোট? যুক্তি তুলে ধরছে তৃণমূল। ইন্ডিয়া জোট নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী? শুরু হয়েছে রাজনৈতিক কাটাছেঁড়া। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন