EXPLAINED: সুকান্তই থাকবেন? নাকি রাজ্য বিজেপির সভাপতি হবেন কোনও নতুন মুখ?

EXPLAINED: রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রায় শেষের পথে। বিভিন্ন সাংগঠনিক জেলায় নির্বাচন শেষ। বেশিরভাগ ক্ষেত্রে জেলা সভাপতি হিসেবে নতুন মুখে ভরসা রাখা হয়েছে। প্রশ্ন উঠছে, রাজ্য বিজেপি সভাপতি নির্বাচনেও কি নতুন মুখে ভরসা রাখবে কেন্দ্রীয় নেতৃত্ব? নাকি সুকান্ত মজুমদারের নেতৃত্বেই ছাব্বিশের নির্বাচনের বৈতরণী পার হতে ময়দানে নামবে বিজেপি?

EXPLAINED: সুকান্তই থাকবেন? নাকি রাজ্য বিজেপির সভাপতি হবেন কোনও নতুন মুখ?
কে হবেন বিজেপির রাজ্য সভাপতি?Image Credit source: TV9 Bangla

Apr 07, 2025 | 10:15 PM

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের পর বদল হয়েছিল রাজ্য বিজেপির সভাপতি। দিলীপ ঘোষের জায়গায় রাজ্য বিজেপির হাল ধরেন সুকান্ত মজুমদার। আর বছরখানেকের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে কি রাজ্য বিজেপির হাল সুকান্তর হাতেই থাকবে? নাকি নতুন মুখকে সামনে রেখে ছাব্বিশের নির্বাচনে ঝাঁপাবে গেরুয়া শিবির? রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচনে জেলাগুলির দায়িত্বে নতুন মুখ সামনে আনার পর এই জল্পনা আরও বেড়েছে। রাজ্য বিজেপির সভাপতি পদে সুকান্ত- উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসন পায় বিজেপি। ১৮ জন বিজেপি সাংসদের একজন সুকান্ত মজুমদার। বালুরঘাট থেকে জয়ী হন তিনি। তাঁর আগে রাজ্য রাজনীতিতে তেমন পরিচিত...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন