AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Protest: বিচার চাইছে তিলোত্তমা! কোথায় কোথায় ‘রাতের দখল’ নিতে চলেছে মেয়েরা?

RG Kar Protest: এখনও পর্যন্ত জানা যাচ্ছে বেশিরভাগ জমায়েতের ডাক দেওয়া হয়েছে রাত ১০টার পর থেকে। কলকাতায় মিছিল হবে কলেজ স্ট্রিট, একাডেমি অফ ফাইন আর্টস, যাদবপুর এইট বি, সিঁথির মোড়, গড়িয়া মোড়, সল্টলেক ১৩ নম্বর ট্যাঙ্ক, বেহালা শখের বাজারে।

RG Kar Protest: বিচার চাইছে তিলোত্তমা! কোথায় কোথায় ‘রাতের দখল’ নিতে চলেছে মেয়েরা?
পথে নামছে মেয়েরা Image Credit: Meta AI
| Updated on: Aug 14, 2024 | 1:03 PM
Share

কলকাতা: বিচার চায় তিলোত্তমা। ফুঁসছে গোটা রাজ্য তথা দেশ। আছড়ে পড়ছে ডাক্তারদের ক্ষোভ। পথে নেমে আম-আদমিও। ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন আরজি করের অধ্যক্ষ। রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার চলে গিয়েছে সিবিআইয়ের কাছে। যা নিয়ে চলছে জোর চর্চা। এরইমধ্যে স্বাধীনতা দিবসের মধ্যরাতে রাজ্যজুড়ে রাস্তায় নামতে চলছেন মহিলারা। নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে ‘স্বাধীনতার মধ্যরাতে, নারী স্বাধীনতার জন্য, রাতের দখল নাও মেয়েরা’, এই মর্মে চলছে প্রচার। সোশ্য়াল মিডিয়ায় উঠেছে ঝড়। যোগ দেবেন সিপিএম, বিজেপি, কংগ্রেসের মহিলা কর্মী-সমর্থকেরা। তবে হাতে থাকবে না দলীয় পতাকা। ঠিক হয়েছে এমনটাই। কিন্তু রাজ্যের কোথায় কোথায় চলবে এই আন্দোলন? 

কলকাতায় কোথায় কোথায়? 

এখনও পর্যন্ত জানা যাচ্ছে বেশিরভাগ জমায়েতের ডাক দেওয়া হয়েছে রাত ১০টার পর থেকে। কলকাতায় মিছিল হবে কলেজ স্ট্রিট, একাডেমি অফ ফাইন আর্টস, যাদবপুর এইট বি, সিঁথির মোড়, গড়িয়া মোড়, পর্ণশ্রী পোস্টঅফিস, সল্টলেক ১৩ নম্বর ট্যাঙ্ক, বেহালা শখের বাজার, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, নাগেরবাজার বাসস্টপ, ডানলপ মোড়, নাগেরবাজার বাসস্ট্যান্ড , ডানলপ খালসা মডেল স্কুল, বাগুইআটি, হরিদেবপুর, এক নম্বর এয়ারপোর্ট ট্যাক্সি স্ট্যান্ড, নিউটাউন বিশ্ব বাংলা গেটের কাছে।

জেলায় কোথায় কোথায়? 

মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড়, শিলিগুড়ি দার্জিলিং মোড়, উত্তরপাড়া কলেজ মোড়, মধ্যমগ্রাম চৌমাথা মোড়, উত্তরপাড়া সখের বাজার, বনগাঁ নীলদর্পণ, রায়গঞ্জ ঘড়িমোড়, ব্যারাকপুর স্টেশন, দুর্গাপুর চতুরঙ্গ মাঠ, আরামবাগ শহর। হাওড়া পাওয়ার হাউস মোড়, জলপাইগুড়ি সদর হাদপাতাল, শান্তিপুর ডাকঘর, কোচবিহার দাস ব্রাদার্স মোড়, ইছাপুর-স্টোর বাজার, বর্ধমান কার্জন গেট চত্বর, সোদপুর বি. টি রোড মোড়, বালি খাল, শ্রীরামপুর পূর্ব, শ্রীরামপুর পশ্চিম, চৌতারা বহরমপুর, বারাসাত ডাকবাংলো মোড়, রতনপল্লী বোলপুর, ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটাল গেট। তালিকায় রয়েছে বাঘা যতীন পার্ক শিলিগুড়ি, কোর্ট মোড় শিলিগুড়ি, পঞ্চুর চক মেদিনীপুর, শিবপুর বি ই কলেজ ফার্স্ট গেট, দমদম চাতাল, ইচ্ছাপুর, নুঙ্গি মোড়, বাটার মোড়।  এছাড়া অশোকনগর চৌরঙ্গী মোড়, হুগলীর আরামবাগ, আসানসোলে ভগৎ সিং মূর্তির পাদদেশ, আরিয়াদহ অনাথ ভান্ডার হাসপাতাল মোড়, হাওড়ার আন্দুল বাস স্ট্যান্ড, ইছাপুর – স্টোর বাজার, ইছাপুর আনন্দময়ী আশ্রম, উত্তরপাড়া কলেজ মোড়, উত্তরপাড়া সখের বাজার, ক্যানিং, বর্ধমানের কার্জন গেট, কোচবিহারে সাগরদীঘি ডিস্ট্রিক্ট লাইব্রেরীর সামনে, কোন্নগর চচ্চিত্রমের কাছে,  কোন্নগর নবগ্রাম, কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়, গ্রিনফিল্ড সিটি, মেইন গেট ,গোলাপবাগ মোড়, বর্ধমান, চৌরঙ্গী মোড়, অশোকনগর, চন্দননগর, নৃত্য গোপাল স্মৃতি মন্দির, চন্দননগর স্ট্যান্ড, বারাসাত স্টেশন, ১ নম্বর প্লাটফর্ম, বালি খাল, পূর্ব মেদিনীপুরের মেছেদা, মধ্যমগ্রাম চৌমাথা মোড়, নুঙ্গী মোড়, বাটামোড়, নবদ্বীপ , নীলদর্পণ, বনগাঁ,  পঞ্চুর চক, মেদিনীপুর, পুরুলিয়া , চকবাজার, হালিশহর, চৌমাথা বাজার মোড়, হলদিবাড়ি ট্রাফিক মোড়, হাওড়া পাওয়ার হাউস মোড় , হাওড়া জগাছা , হাওড়া জগাছা থানা প্রভৃতি।