AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army: আরও বাড়ছে ক্ষমতা, চিন-আমেরিকাকেও টেক্কা! প্রজেক্ট ১৮-র কাজ শুরু করতে চলেছে ভারত

Indian Army: ব্রহ্মোস থেকে লং রেঞ্জ স্যাম (LR-SAM), শত্রু সাবমেরিন ধ্বংসের অ্যান্টি-সাবমেরিন মিসাইল বহনেও সক্ষম এই বিধ্বংসী যুদ্ধজাহাজ। থাকছে অত্যাধুনিক GaN (গ্যালিয়াম নাইট্রাইড) AESA র‌্যাডার। যা এক্কেবারে ৫০০ কিলোমিটার দূর থেকেই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।

Indian Army: আরও বাড়ছে ক্ষমতা, চিন-আমেরিকাকেও টেক্কা! প্রজেক্ট ১৮-র কাজ শুরু করতে চলেছে ভারত
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 06, 2025 | 3:29 PM
Share

কলকাতা: আরও শক্তি বাড়ছে ভারতীয় সেনার। ভারত তৈরি করছে দেশের সবথেকে শক্তিশালী যুদ্ধ জাহাজ। বিধ্বংসী এই জাহাজ একইসঙ্গে ১৪৪টি ছোট, মাঝারি থেকে বড় পাল্লার মিসাইল ব্যবহারে সক্ষম। প্রজেক্ট ১৮ ডেস্ট্রয়ারের ওজন হবে প্রায় ১৩ হাজার টন। আসলে এটি নেক্সট জেন যুদ্ধজাহাজ। যার ক্ষমতা বিশ্বের সেরা ডেস্ট্রয়ারগুলির সমতুল্য বা তারও বেশি। 

ব্রহ্মোস থেকে লং রেঞ্জ স্যাম (LR-SAM), শত্রু সাবমেরিন ধ্বংসের অ্যান্টি-সাবমেরিন মিসাইল বহনেও সক্ষম এই বিধ্বংসী যুদ্ধজাহাজ। থাকছে অত্যাধুনিক GaN (গ্যালিয়াম নাইট্রাইড) AESA র‌্যাডার। যা এক্কেবারে ৫০০ কিলোমিটার দূর থেকেই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। ডিজাইনেও থাকছে বড় চমক। পুরোটাই স্টেলথ ডিজাইন যা শত্রুর র‌্যাডারে ধরা পড়া কার্যত কঠিন। থাকছে শক্তিশালী সেন্সর সিস্টেম। শোনা যাচ্ছে এতে থাকতে পারে ইলেকট্রিক প্রপালশন। এরফলে চলমান অবস্থায় শব্দ কম হয়, গতিও অনেক বেশি থাকে। থাকছে CIWS সিস্টেম। যার দ্বারা কাছ থেকে শত্রুরা হামলা চালানোর চেষ্টা করলেও তা সহজেই ধরা পড়ে যাবে। থাকছে ডেক-ভিত্তিক হেলিকপ্টার ওঠানামার ব্যবস্থাও। 

ওয়াকিবহাল মহলের ধারনা, চিনের Type 055, আমেরিকার Zumwalt শ্রেণির সমতুল্য ক্ষমতা অর্জনের দিকে ভারত এগোচ্ছে। এই নতুন ডেস্ট্রয়ার মাঠে নামলে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্লু-ওয়াটার নেভাল শক্তি হিসেবে ভারতের অবস্থান আরও মজবুত হবে। সূত্রের খবর, উৎপাদন সম্ভবত মাজাগাঁও ডক বা কোচিন শিপইয়ার্ডে শুরু হবে। তবে তা হতে হতে ২০২৬-২৭ সাল হয়ে যেতে পারে। সব ঠিকঠাক চললে মাঠে নামতে পারে ২০৩০ সালে।