Winter Weather: এক পলকের একটু দেখা দিয়ে ফের পালাবে শীত? হাওয়া অফিস বলছে পথে কাঁটা নিম্নচাপ
Winter Weather: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাসের কথাও শোনাচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। নিম্নচাপের অভিমুখ থাকতে পারে তামিলনাডু উপকূল।
কলকাতা: বাংলাজুড়ে জমজমাট শীত। ৯.১ ডিগ্রি সেলসিয়াসে বীরভূমের তাপমাত্রা। ১০ ডিগ্রির ঘরে বাঁকুড়া-আসানসোলের পারদ। ১১ ডিগ্রির ঠান্ডা হাওড়া, দিঘা, বর্ধমানে। আজও কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতের এই ইনিংস খুব বেশি স্থায়ী হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। কারণ আবারও শীতের পথে নিম্নচাপের কাঁটা। হাওয়া অফিস বলছে, মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বাড়বে, কমবে ঠান্ডা।
বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাসের কথাও শোনাচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। নিম্নচাপের অভিমুখ থাকতে পারে তামিলনাডু উপকূল। তবে গন্তব্য তামিলনাড়ু হলেও শীতে বাধা হবে নিম্নচাপ, বলছেন আবহাওয়াবিদরা। জলীয় বাষ্প ঢুকবে, দাপট কমবে উত্তুরে হাওয়ার। সে কারণে ২৪ ঘণ্টা পর থেকে আর নেই শৈত্যপ্রবাহের সতর্কতা। তবে এখনই বৃষ্টির পূর্বাভাসও নেই বাংলায়।
এই খবরটিও পড়ুন
তবে এদিন ভালই শীত থাকবে পশ্চিমের সাত জেলাতে। রাত ও দিনের তাপমাত্রা থাকছে স্বাভাবিকের নিচে। রবিবার পর্যন্ত বজায় থাকবে জাঁকিয়ে শীতের আমেজ। সোমবার থেকে ধীরে ধীরে বদলাবে পরিস্থিতি। তবে এদিন শৈত্য প্রবাহের সতর্কতা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো জেলাগুলিতে। তবে ২৪ ঘণ্টা পর থেকে বদলে যাবে পরিস্থিতি। একইসঙ্গে কুয়াশার দাপট থাকছে তিন জেলাতে। পশ্চিম বর্ধমানের পাশাপাশি বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশার দেখা মিলবে।