AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IRCTC Package Tour: দুর্গাপুজোর স্পেশাল প্যাকেজ ট্যুর IRCTC-র, এবার সাধ্যের মধ্যে সাধপূরণ

IRCTC Durga Puja Special Package: ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন প্যাকেজে দুর্গাপুজোয় রাজস্থান ঘুরতে যাওয়ার প্ল্যানিং নিয়ে হাজির আইআরসিটিসি। সুন্দরভাবে গোছানো এই ট্যুর প্যাকেজের মধ্যে রয়েছে রাজস্থানের প্রধান পর্যটনকেন্দ্রগুলি। ট্রেনযাত্রা থেকে শুরু করে থাকা-খাওয়া সবকিছুর বন্দোবস্ত করা হয়েছে যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে।

IRCTC Package Tour: দুর্গাপুজোর স্পেশাল প্যাকেজ ট্যুর IRCTC-র, এবার সাধ্যের মধ্যে সাধপূরণ
ভারতীয় রেল
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 6:12 PM
Share

কলকাতা: দুর্গাপুজোর মরশুম মানেই ভ্রমণ প্রিয় বাঙালির পায়ের তলায় সর্ষে। স্কুল-কলেজে লম্বা ছুটি, অফিস-কাছারিও ছুটি। এমন সুযোগ কি সহজে হাতছাড়া করা যায়? সারা বছরের কাজের ব্যস্ততা থেকে কিছুটা মুক্তি পেতে তাই অনেকেই এই সময়ে ঘুরতে চলে যান, নিজেদের পছন্দের ডেস্টিনেশনে। ভ্রমণপ্রিয় বাঙালির জন্য এবার দুর্দান্ত অফার নিয়ে এল আইআরসিটিসি (IRCTC)। কলকাতা থেকে দুর্গাপুজোর প্যাকেজ ট্যুর (Durga Puja Package Tour) প্রকাশ করেছে আইআরসিটিসির পূর্বাঞ্চলীয় জোন। ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন প্যাকেজে দুর্গাপুজোয় রাজস্থান ঘুরতে যাওয়ার প্ল্যানিং নিয়ে হাজির আইআরসিটিসি। সুন্দরভাবে গোছানো এই ট্যুর প্যাকেজের মধ্যে রয়েছে রাজস্থানের প্রধান পর্যটনকেন্দ্রগুলি। ট্রেনযাত্রা থেকে শুরু করে থাকা-খাওয়া সবকিছুর বন্দোবস্ত করা হয়েছে যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে।

কলকাতা – রয়্যাল রাজস্থান ভারত গৌরব স্পেশাল ট্যুর প্যাকেজে মোট ১১ রাত – ১২ দিনে রাজস্থান ঘুরিয়ে দেখানো হবে। ২০ অক্টোবর কলকাতা থেকে রওনা দেবে এই বিশেষ ট্রেন। যাত্রাপথে কলকাতা ছাড়াও ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গোমো, পরেশনাথ, হাজারিবাগ রোড, কোডারমা, গয়া, দেহরি-অন-সোন, সাসারাম ও দীন দয়াল উপাধ্যায় স্টেশন থেকে পর্যটকরা ট্রেনে উঠতে ও নামতে পারবেন।

রাজস্থানের কোন কোন জায়গা ঘুরতে পারবেন এই প্যাকেজে? ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য সবথেকে মন ভাল করে দেওয়া বিষয় হল, রাজস্থানের মূল পর্যটনকেন্দ্রগুলির বেশিরভাগই ঘুরিয়ে দেখানো হবে এই প্যাকেজে। অজমেঢ়, উদয়পুর, চিত্তোরগড়, আবু রোড, যোধপুর, জয়সলমের, বিকানের ও জয়পুর ঘুরিয়ে দেখানো হবে আইআরসিটিসির এই স্পেশাল প্যাকেজে। আর খরচও মধ্যবিত্তের নাগালের মধ্যে। ইকোনমি ক্লাসে ঘোরার জন্য মাথা পিছু খরচ হবে মাত্র ২০ হাজার ৬৫০ টাকা। এছাড়া রয়েছে স্ট্যান্ডার্ড ক্লাস ও কমফর্ট ক্লাসও। স্ট্যান্ডার্ড ক্লাসে ঘুরতে গেলে লাগবে মাথা পিছু ৩০ হাজার ৯৬০ টাকা এবং কমফর্ট ক্লাসে ঘুরতে গেলে দিতে হবে যাত্রী পিছু ৩৪ হাজার ১১০ টাকা। আইআরসিটি-র ওয়েবসাইটে গিয়ে এই স্পেশাল ট্যুর প্যাকেজের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন গ্রাহকরা।