Mamata Banerjee: ‘আমার অবর্তমানে কেউ যদি কিছু ঘটনা ঘটায় দেখবেন’, বিদেশ যাওয়ার আগে কীসের আশঙ্কা মমতার?
Mamata Banerjee: বিরোধীদের দাবি, কোনও এক আশঙ্কা থেকেই কাউকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ছায়াকেও ভয় পাচ্ছেন তিনি? সেই প্রশ্নই তুলেছেন বাম নেতা সুজন চক্রবর্তী।
![Mamata Banerjee: 'আমার অবর্তমানে কেউ যদি কিছু ঘটনা ঘটায় দেখবেন', বিদেশ যাওয়ার আগে কীসের আশঙ্কা মমতার? Mamata Banerjee: 'আমার অবর্তমানে কেউ যদি কিছু ঘটনা ঘটায় দেখবেন', বিদেশ যাওয়ার আগে কীসের আশঙ্কা মমতার?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/09/Mamata-43.jpg?w=1280)
কলকাতা: পাঁচ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে দুবাই, তারপর মাদ্রিদ, তারপর বার্সেলোনা… সেখান থেকে আবার দুবাই হয়ে কলকাতা ফেরার কথা তাঁর। মঙ্গলবার সেই সফর শুরুর আগে কি মমতার গলায় উৎকণ্ঠা? তিনি যতদিন থাকছেন না তার মধ্যে কিছু হতে পারে! এমন আশঙ্কায় তিনি? মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিজের সফরসূচি ঘোষণার করার পরই তিনি বুঝিয়ে দেন, প্রশাসনিক স্তরে সবাইকে সবার নিজের নিজের কাজ করতে হবে। সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
এদিন সাংবাদিক বৈঠকের শুরুতেই তিনি জানান, স্পেনের কোথায়, কোন অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি বলেন, “আপনারা সবাই ভাল থাকবেন। সবাইকে দেখে রাখবেন। অনুরোধ থাকল। এমন কিছু ঘটনা যদি কেউ ঘটায়, মানে আমার অবর্তমানে…।” কী ‘ঘটনা’র আশঙ্কা তিনি করছেন, তা অবশ্য বোঝা যায়নি।
মুখ্যমন্ত্রী আরও জানান, যাওয়ার আগে বৃষ্টি নিয়ে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। এছাড়া স্বরাষ্ট্র সচিব সেক্রেটারি, ডিজি, এডিজি আইন-শৃঙ্খলা, কলকাতার পুলিশ কমিশনার সহ সবাইকে ডেকে সবার কাজ বুঝিয়ে দিয়েছেন বলেও জানান তিনি। তাঁর অনুপস্থিতিতে কোনও মন্ত্রী বা মন্ত্রীবর্গকে দায়িত্বে দিয়ে যাওয়া হচ্ছে কি না, জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, সবাই সবার কাজ করবেন। মুখ্যসচিব আমার সঙ্গে যাচ্ছেন, তাই স্বরাষ্ট্র সচিব সবটা দেখবেন। অর্থাৎ কাউকে আলাদ করে দায়িত্ব দিচ্ছেন না।
বিরোধীদের দাবি, কোনও এক আশঙ্কা থেকেই কাউকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ছায়াকেও ভয় পাচ্ছেন তিনি? সেই প্রশ্নই তুলেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, এত ভয় যে কাউকে অ্যাক্টিং করে গেলেন না! কাউকে দায়িত্ব দিয়ে গেলেন না। সাহস পেলেন না। তিনি উল্লেখ করেছেন, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন, তাঁর অনুপস্থিতিতে বুদ্ধদেব ভট্টাচার্যকে দায়িত্ব দিয়ে যেতেন। তার আগে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হত। দেশে না থাকলে কাউকে দায়িত্ব দিয়ে যেতে হয়। এটাই পদ্ধতি। সুজন চক্রবর্তীর কথায়, ‘ছায়াকে ভয় পেলে যা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দশা আর কি!’
উল্লেখ্য, এর আগে সিঙ্গাপুর, রোম, বাংলাদেশ সফরেও গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গত ৫ বছরে কোনও বিদেশ সফরে যাননি। আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুব বেশি দূরে যেতে চান না তিনি, যাতে জরুরি অবস্থা তৈরি হলে দ্রুত ফিরে আসতে পারেন। আপাতত বাণিজ্য সম্মেলনে যোগ দিতেই তিনি যাচ্ছেন স্পেন সফরে।
![কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Kiss-Day-know-what-is-the-benefits-of-Kissing.jpg?w=670&ar=16:9)
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)