Mamata Banerjee: ‘আমার অবর্তমানে কেউ যদি কিছু ঘটনা ঘটায় দেখবেন’, বিদেশ যাওয়ার আগে কীসের আশঙ্কা মমতার?

Mamata Banerjee: বিরোধীদের দাবি, কোনও এক আশঙ্কা থেকেই কাউকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ছায়াকেও ভয় পাচ্ছেন তিনি? সেই প্রশ্নই তুলেছেন বাম নেতা সুজন চক্রবর্তী।

Mamata Banerjee: 'আমার অবর্তমানে কেউ যদি কিছু ঘটনা ঘটায় দেখবেন', বিদেশ যাওয়ার আগে কীসের আশঙ্কা মমতার?
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 10:22 PM

কলকাতা: পাঁচ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে দুবাই, তারপর মাদ্রিদ, তারপর বার্সেলোনা… সেখান থেকে আবার দুবাই হয়ে কলকাতা ফেরার কথা তাঁর। মঙ্গলবার সেই সফর শুরুর আগে কি মমতার গলায় উৎকণ্ঠা? তিনি যতদিন থাকছেন না তার মধ্যে কিছু হতে পারে! এমন আশঙ্কায় তিনি? মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিজের সফরসূচি ঘোষণার করার পরই তিনি বুঝিয়ে দেন, প্রশাসনিক স্তরে সবাইকে সবার নিজের নিজের কাজ করতে হবে। সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

এদিন সাংবাদিক বৈঠকের শুরুতেই তিনি জানান, স্পেনের কোথায়, কোন অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি বলেন, “আপনারা সবাই ভাল থাকবেন। সবাইকে দেখে রাখবেন। অনুরোধ থাকল। এমন কিছু ঘটনা যদি কেউ ঘটায়, মানে আমার অবর্তমানে…।” কী ‘ঘটনা’র আশঙ্কা তিনি করছেন, তা অবশ্য বোঝা যায়নি।

মুখ্যমন্ত্রী আরও জানান, যাওয়ার আগে বৃষ্টি নিয়ে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। এছাড়া স্বরাষ্ট্র সচিব সেক্রেটারি, ডিজি, এডিজি আইন-শৃঙ্খলা, কলকাতার পুলিশ কমিশনার সহ সবাইকে ডেকে সবার কাজ বুঝিয়ে দিয়েছেন বলেও জানান তিনি। তাঁর অনুপস্থিতিতে কোনও মন্ত্রী বা মন্ত্রীবর্গকে দায়িত্বে দিয়ে যাওয়া হচ্ছে কি না, জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, সবাই সবার কাজ করবেন। মুখ্যসচিব আমার সঙ্গে যাচ্ছেন, তাই স্বরাষ্ট্র সচিব সবটা দেখবেন। অর্থাৎ কাউকে আলাদ করে দায়িত্ব দিচ্ছেন না।

বিরোধীদের দাবি, কোনও এক আশঙ্কা থেকেই কাউকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ছায়াকেও ভয় পাচ্ছেন তিনি? সেই প্রশ্নই তুলেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন,  এত ভয় যে কাউকে অ্যাক্টিং করে গেলেন না! কাউকে দায়িত্ব দিয়ে গেলেন না। সাহস পেলেন না। তিনি উল্লেখ করেছেন, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন, তাঁর অনুপস্থিতিতে বুদ্ধদেব ভট্টাচার্যকে দায়িত্ব দিয়ে যেতেন। তার আগে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হত। দেশে না থাকলে কাউকে দায়িত্ব দিয়ে যেতে হয়। এটাই পদ্ধতি। সুজন চক্রবর্তীর কথায়, ‘ছায়াকে ভয় পেলে যা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দশা আর কি!’

উল্লেখ্য, এর আগে সিঙ্গাপুর, রোম, বাংলাদেশ সফরেও গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গত ৫ বছরে কোনও বিদেশ সফরে যাননি। আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুব বেশি দূরে যেতে চান না তিনি, যাতে জরুরি অবস্থা তৈরি হলে দ্রুত ফিরে আসতে পারেন। আপাতত বাণিজ্য সম্মেলনে যোগ দিতেই তিনি যাচ্ছেন স্পেন সফরে।

'৭ হাজার ৮২৭ কোটি' টাকা ধার, বাংলাদেশের 'দীপ জ্বালবে' আদানি?
'৭ হাজার ৮২৭ কোটি' টাকা ধার, বাংলাদেশের 'দীপ জ্বালবে' আদানি?
কম খরচে চিকিৎসায় নয়া দিগন্ত উন্মোচনে আদানি হেলথ
কম খরচে চিকিৎসায় নয়া দিগন্ত উন্মোচনে আদানি হেলথ
বাংলার বাজেটের অঙ্ক পিছনে ফেলেছে পৃথিবীর ১০০ দেশকে!
বাংলার বাজেটের অঙ্ক পিছনে ফেলেছে পৃথিবীর ১০০ দেশকে!
পতনের মধ্যেও ভাল খবর দিল কোটাক ব্যাঙ্ক, টানা উঠছে মাহিন্দ্রার এই শেয়ার
পতনের মধ্যেও ভাল খবর দিল কোটাক ব্যাঙ্ক, টানা উঠছে মাহিন্দ্রার এই শেয়ার
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, বান্ধবীকে উপহার দিন এই ভালবাসার দিনে...
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, বান্ধবীকে উপহার দিন এই ভালবাসার দিনে...
১১ দিকে ৩৭ শতাংশ পড়ল আপনার বাড়ির ফ্রিজের কোম্পানির শেয়ারের দাম!
১১ দিকে ৩৭ শতাংশ পড়ল আপনার বাড়ির ফ্রিজের কোম্পানির শেয়ারের দাম!
২০২৪-এ অ্যাক্টিভ স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগ হয়েছে ৩৫ হাজার কোটি!
২০২৪-এ অ্যাক্টিভ স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগ হয়েছে ৩৫ হাজার কোটি!
'বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি', বাড়ছে না নতুন বিনিয়োগও!
'বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি', বাড়ছে না নতুন বিনিয়োগও!
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’ থেকে RBI-এর নীতি, কেন পড়ছে ভারতের বাজার?
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’ থেকে RBI-এর নীতি, কেন পড়ছে ভারতের বাজার?
পতনের মধ্যেও ভাল খবর, ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ছুঁল কোটাক ব্যাঙ্ক!
পতনের মধ্যেও ভাল খবর, ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ছুঁল কোটাক ব্যাঙ্ক!