শতাব্দীর ফ্যান পেজে ‘বেসুরো’ পোস্ট, শনিবারের বারবেলায় রাজীবের পথেই হাঁটছেন?
রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শনিবার ফেসবুক লাইভ করে তিনি তাঁর অবস্থানের কথা জানাবেন। আর রাজীবের বিজেপি যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। এবার সেই একই কথা ভেসে এল শতাব্দীর ফ্যান ক্লাবের পোস্টেও।
ফেসবুক পোস্টে শতাব্দীর ফ্যান পেজ থেকে লেখা হয়েছে, “আমাকে প্রশ্ন করা হচ্ছে কেন আমাকে কর্মসূচিতে দেখা যাচ্ছে না। আমি তাঁদের বলছি যে আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভাল লাগে। কিন্তু মনে হয়, কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানলে আমি যাব কী করে?” বীরভূমে শতাব্দী- অনুব্রত দ্বৈরথ বহু আগের কথা। একাধিকবার সেই কোন্দল এসেছে প্রকাশ্যে। যদিও অনুব্রত মন্ডলের সভাপতিত্বেই ২০১৪ ও ২০১৯ লোকসভা নির্বাচন জিতেছেন শতাব্দী রায়।
তবে বিশ্লেষকদের কেউ কেউ এই পোস্ট দেখে মনে করছেন, ফের মাথাচাড়া দিয়ে উঠল না তো কোন্দল। ইতিমধ্যেই রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শনিবার ফেসবুক লাইভ করে তিনি তাঁর অবস্থানের কথা জানাবেন। আর রাজীবের বিজেপি যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। এবার সেই একই কথা ভেসে এল শতাব্দীর ফ্যান ক্লাবের পোস্টেও। সেখানেও তৃণমূল সাংসদ জানিয়েছেন, তিনি সিদ্ধান্ত জানাবেন শনিবার বেলা ২ টোয়। সময় একই হওয়ার জন্য রাজীবের সঙ্গে কোথাও একটা শতাব্দী সংযোগ খুঁজে বের করছে ওয়াকিবহাল মহল। যদিও, এই পোস্টের কথাগুলি যে শতাব্দীরই, সে বিষয়েই এখনও কোনও নিশ্চয়তা আসেনি।
আরও পড়ুন: ভোটের আগেই রাজ্য পুলিসের অন্দরে ব্যাপক পরিবর্তন, একসঙ্গে ৭০ ইন্সপেক্টরের বদলি