Nawsad Siddique: ভাঙড়ে অশান্তির জের? নওশাদকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেবে কেন্দ্র
WB Panchayat Election: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন আইএসএফ বিধায়ক। সেই চিঠিতে তাঁকে খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন নওশাদ। এই চিঠি পাঠানোর ৪৮ ঘণ্টার মধ্যে নওশাদকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
কলকাতা: ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন আইএসএফ বিধায়ক। সেই চিঠিতে তাঁকে খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন নওশাদ। এই চিঠি পাঠানোর ৪৮ ঘণ্টার মধ্যে নওশাদকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। তা কার্যকর হলে ২২ জন নিরাপত্তারক্ষী থাকবেন নওশাদের সঙ্গে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই নিরাপত্তার বিষয়টি দেখভাল করেন। নওশাদের চিঠি অমিত শাহের কাছে পৌঁছনোর পর তা পাঠিয়ে দেওয়া হয়েছিল নিত্যানন্দের কাছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা অমিত শাহের অপর ডেপুটি নিশীথ প্রামাণিকের সঙ্গেও আলোচনা করেছেন বলে সূত্রের খবর। এর পর নওশাদের নিরাপত্তার বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হয়। এর পরই নওশাদকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। এমনকি বোমাবাজি, গুলিচালনার ঘটনায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। সে সময় তাঁকে খুন করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন নওশাদ।
অন্য দিকে আইএসএফের সঙ্গে বিজেপির আঁতাত নিয়ে সরব হয়েছে তৃণমূল। বিজেপি নেতাদের সঙ্গে নওশাদের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এনেছে রাজ্যের শাসকদল। বিষয়টি নিয়ে রাজ্যের বিরোধীদের বিঁধেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার পর তৃণমূল কী বলে সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।