Jadavpur University: বিশ্ববিদ্যালয়ের কোণে কোণে সরস্বতী বন্দনা, ছাত্রদের সুষ্ঠুভাবে পুজো পরিচালনার আর্জি যাদবপুরের রেজিস্ট্রারের
Saraswati Puja in Jadavpur University: গত বছর যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিতর্ক বেধেছিল। শেষ পর্যন্ত পুলিশি প্রহরায় পুজো হয়। এবার যাদবপুরে একাধিক পুজোকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কলকাতা: সরস্বতী পুজোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের আনাগোনা বাড়ে। একদিন আগেই কলকাতা হাইকোর্টে একথা জানিয়েছিল রাজ্য। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রায় দশ জায়গায় সরস্বতী পুজো হচ্ছে। এই পরিস্থিতিতে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পদক্ষেপ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে এদিন মোতায়েন থাকবে পুলিশ। যাদবপুর থানাকে আর্জি জানিয়ে চিঠি লিখলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল। একইসঙ্গে সুষ্ঠুভাবে পুজোর পরিচালনার জন্য পড়ুয়াদের কাছেও অনুরোধ জানালেন তিনি।
গতকাল হাইকোর্টে রাজ্য জানিয়েছিল, অতীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আদালতের হস্তক্ষেপ চায় রাজ্য। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পুজোর সময় যাতে কোনও গোলমাল না হয়, তা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। সাহায্য করবে যাদবপুর থানার পুলিশ।
এরপর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার যাদবপুর থানাকে চিঠি লেখেন। এবার কার্যত পুলিশি প্রহরায় পুজো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে এদিন মোতায়েন থাকছে পুলিশ। তবে ক্যাম্পাসের ভেতর যাতে পুলিশ না আসে, থানাকে লেখা চিঠিতে সেই আর্জিও জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রায় দশ জায়গায় এদিন সরস্বতী পুজো হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদ-সহ অন্য ছাত্র সংগঠনগুলি পুজো করছে। এই পুজোগুলিকে কেন্দ্র করে এদিন যাতে কোনও গোলমাল না হয়, তার জন্য সতর্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমস্ত পড়ুয়াদের সুষ্ঠুভাবে পুজো করার জন্য অনুরোধ করেছেন সেলিম বক্স মণ্ডল।
প্রসঙ্গত, গত বছর যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিতর্ক বেধেছিল। শেষ পর্যন্ত পুলিশি প্রহরায় পুজো হয়। এবার যাদবপুরে একাধিক পুজোকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
