Javed Khan And Firhad Hakim: মমতার সামনেই বাক-বিতণ্ডায় জাভেদ-ববি, তারপরই…

Javed Khan And Firhad Hakim: সূত্রের খবর, মন্ত্রীসভার বৈঠকে জাভেদ খানের উপর ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাপে পড়ে পুর ও নগরোন্নয়নের দফতরের ঘাড়ে দোষ চাপাতে যান তিনি। মন্ত্রী জানান, এখানে তাঁর দফতরের কোনও ভূমিকা নেই। পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে পড়ে।

Javed Khan And Firhad Hakim: মমতার সামনেই বাক-বিতণ্ডায় জাভেদ-ববি, তারপরই...
মন্ত্রীসভার বৈঠকে ঝামেলা?Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2025 | 9:09 AM

কলকাতা: দেশের বড় শহরে (কলকাতা-দিল্লি-চেন্নাই-বেঙ্গালুরু) শ্রমিক দিয়ে ম্যানহোল পরিষ্কার করায় নিষেধাজ্ঞা জারি করছিল সুপ্রিম কোর্ট। ঠিক সেই নির্দেশের তিন থেকে চারদিনের মধ্যেই কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় ম্যানহোলের ভিতর পড়ে মৃত্যু হয় শ্রমিকের। এবার এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়তে হল বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানকে।

সূত্রের খবর, মন্ত্রীসভার বৈঠকে জাভেদ খানের উপর ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাপে পড়ে পুর ও নগরোন্নয়নের দফতরের ঘাড়ে দোষ চাপাতে যান তিনি। মন্ত্রী জানান, এখানে তাঁর দফতরের কোনও ভূমিকা নেই। পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে পড়ে। সূত্রের খবর, এরপরই জাভেদ খান ও পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে এক প্রকার বাক- বিতণ্ডার মতো পরিস্থিতি তৈরি হয়। এরপর দুই দফতরের মন্ত্রীকে থামিয়ে উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কে তদন্ত করবেন তা নিয়ে কিছু নির্দিষ্ট নির্দেশ দেননি বলেই সূত্রের খবর।

সম্প্রতি, ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন তিন শ্রমিক। তার জেরেই বিপত্তি ঘটে কলকাতার লেদার কমপ্লেক্সে। ম্যানহোলে তলিয়ে যান তাঁরা। কয়েক ঘণ্টা ভিতরে আটকে থাকার পর মৃত্যু হয় শ্রমিকদের। পরবর্তীতে মৃতদের দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করে মন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার এই বিষয়টিই উত্থাপন হয় মন্ত্রীসভার বৈঠকে।