AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jitendra Tiwari: কয়লা পাচার মামলায় আজ ভবানী ভবনে যাচ্ছেন না জিতেন্দ্র: সূত্র

Jitendra Tiwari: যে সময়ের মামলা সেই সময় জিতেন পাণ্ডবেশ্বরের বিধায়ক ও আসানসোলের মেয়র ছিলেন। অন্ডাল থানা আসানসোল পুরসভা বা পাণ্ডবেশ্বর বিধানসভার এলাকায় পড়ে না।

Jitendra Tiwari: কয়লা পাচার মামলায় আজ ভবানী ভবনে যাচ্ছেন না জিতেন্দ্র: সূত্র
জিতেন্দ্র তিওয়ারি (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Sep 16, 2022 | 11:56 AM
Share

আসানসোল: আজ ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন না জিতেন তিওয়ারি। কয়লা পাচারের পুরনো একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি আজ ভবানী ভবনে তলব করেছিল জিতেনকে। কিন্তু হাজিরা না দেওয়ার যুক্তি কী? জিতেনের ঘনিষ্ঠ মহলের দাবি, রানিগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্ডাল থানা এলাকার কয়লা পাচার মামলায় সাক্ষী হিসেবে সিআইডি তলব করেছে জিতেনকে। যে সময়ের মামলা সেই সময় জিতেন পাণ্ডবেশ্বরের বিধায়ক ও আসানসোলের মেয়র ছিলেন। অন্ডাল থানা আসানসোল পুরসভা বা পাণ্ডবেশ্বর বিধানসভার এলাকায় পড়ে না। তাই জিতেনকে তলব করা হলেও তিনি যাবেন না। তবে তাঁর ঘনিষ্ঠ মহলের একাংশ জানিয়েছে, এ নিয়ে হাইকোর্ট যদি জিতেনকে কোনও নির্দেশ দেয় সেই নির্দেশ তিনি মানবেন।

প্রসঙ্গত, ২০২০ সাল থেকে উচ্চ আদালতের নির্দেশে কয়লাকাণ্ডে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই সিবিআই এই তদন্ত নেমে ইসিএল আধিকারিক থেকে শুরু করে কয়লা মাফিয়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকেই তলব করা হয়েছে অনেকেই গ্রেফতার হয়েছেন। হঠাৎ করে সিআইডি কয়লা কাণ্ড নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছেন। আশঙ্কা সিবিআইয়ের তদন্তকে প্রভাবিত করতে বা বানচাল করতেই সিআইডির এই অতিসক্রিয়তা।  হাইকোর্টে একটি মামলা হতে চলেছে সিআইডির বিরুদ্ধে। এমনটাই খবর।

জিতেন্দ্রর দাবি, ২০২০ সালে তিনি আসানসোল পুরনিগমের মেয়র ছিলেন। পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন। কিন্তু রানিগঞ্জ বিধানসভার অন্ডাল থানায় একটি মামলায় তাকে সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে। যা আসানসোল পৌরনিগম এলাকার মধ্যে পড়ে না পাণ্ডবেশ্বর বিধানসভার আওতায় পড়ে না। তাই তিনি সিআইডির এই তলবে যাবেন না। হাইকোর্ট যদি এই সংক্রান্ত বিষয়ে তাকে তলব করে বা চিঠি দেয় তবেই তিনি সিআইডির কয়লা কাণ্ডের এই মামলায় সাক্ষী হিসেবে যাবেন।