Justice Ganguly: ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করি’, বিচারপতি গাঙ্গুলির মুখে ভূয়সী প্রশংসা মমতার

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Mar 05, 2024 | 11:36 AM

Justice Abhijit Gangopadhyay: টিভিনাইন বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই একজন সরল মহিলা। দায়িত্বশীল রাজনীতিবিদ এবং পুরনো রাজনীতিবিদ, যিনি ব্যক্তিগত আক্রমণকে গ্রাহ্য না করে বিরোধিতা চালিয়ে গিয়েছেন। কংগ্রেসের বীরেরা যখন পালিয়েছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাথায় লাঠি খেয়েছেন। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।"

Justice Ganguly: মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করি, বিচারপতি গাঙ্গুলির মুখে ভূয়সী প্রশংসা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আজ মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল তাঁর মুখে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চোখে “মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিজনড পলিটিশিয়ান।’ ২০২৩ সালের ১৭ জুলাই এজলাসে বসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সরল দায়িত্বশীল একজন রাজনীতিবিদ। এখনও তেমনটাই বিশ্বাস করেন বলেই জানালেন তিনি।

টিভিনাইন বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই একজন সরল মহিলা। দায়িত্বশীল রাজনীতিবিদ এবং পুরনো রাজনীতিবিদ, যিনি ব্যক্তিগত আক্রমণকে গ্রাহ্য না করে বিরোধিতা চালিয়ে গিয়েছেন। কংগ্রেসের বীরেরা যখন পালিয়েছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাথায় লাঠি খেয়েছেন। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।”

বিচারপতির সংযোজন, “অনেকবার তাঁকে চুল ধরে টেনে বার করে দেওয়া হয়েছে। বাংলার নারী সমাজ গর্জে উঠেছিল ভোটের বাক্সে। তাঁরা গর্জন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেনস্থা দেখে। আর সরল যেটা বলছি, তিনি তাঁর ব্যক্তিগত জীবনে অত্যন্ত সরল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তো কখনও আক্রমণ করি না।”

Next Article