Justice Biswajit Basu: ‘আমি দয়ার সাগর নই’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর বললেন বিচারপতি বসুও
Justice Biswajit Basu: এক মামলার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) বলেছিলেন, 'আমি বিচারপতি বিশ্বজিৎ বসুর মতো দয়ার সাগর নই।'
কলকাতা: আজ কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Book Fair 2023) শেষদিন। মেলা প্রাঙ্গনে পৌঁছলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। নিয়োগ দুর্নীতির একাধিক মামলা চলছে তাঁর এজলাসেও। একাধিক কড়া সিদ্ধান্তও নিয়েছেন। কয়েকদিন আগে এক মামলার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) বলেছিলেন, ‘আমি বিচারপতি বিশ্বজিৎ বসুর মতো দয়ার সাগর নই।’ এ দিন বিচারপতি বসু জানালেন, “যাঁরা দুর্নীতি করেছেন তাঁরা শাস্তি পাবেন।কিন্তু সবটা দেখে বিচার করতে হবে।”
আজ (রবিবার) বইমেলা প্রাঙ্গনে TV9 বাংলাকে একান্ত সাক্ষাৎকার দেন বিচারপতি বসু। বলেন, “এত কাজের চাপ যে এর আগে আসা হয়নি। প্রতিবছরই আসি বইমেলায়।” কী কী বই সংগ্রহ করবেন এই প্রশ্ন করা হলে বিশ্বজিৎ বসু বলেন, “পুরোনো কবিতার বই খুঁজতে এসেছি। সূচিত্রা ভট্টাচার্যের, সুনীল গাঙ্গুলির বই পড়ি। আইনের বাইরে তো অন্য বইও পড়ব।” শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে বিচারপতি বসু বলেন, “একটা অচল আয়তন ভাঙতে সময় লাগবে। একটু সময় দিতে হবে। আমি খুব বিশ্বাসী এটা হবেই।” একই সঙ্গে তিনি বলেন, “যারা নির্দোষ হবে এই পদ্ধাতিতে তাদের জায়গা আছে। কোর্ট দ্রুত কাজ করবে। যাঁরা দোষী তাঁদের গ্রেফতার করা হবে। বাকিটা তদন্তকারী সংস্থা ঠিক করবে। আমরা প্রতি মুহূর্তে গাইডলাইন দিচ্ছি।” একই সঙ্গে ‘দয়ারসাগর’ প্রসঙ্গে বলতে গিয়ে বিচারপতি বসুর বক্তব্য, “আমি দয়ার সাগর নই। সবটা শুনে কাজ করতে হবে। অযৌক্তিক কোনও পদক্ষেপ করলে তার ফল তোমাকেই ভোগ করতে হবে।”
উল্লেখ্য, নবম-দশমের পর গ্রুপ ডি, নিয়োগেও বাতিল হয় প্রচুর চাকরি। সেই প্রসঙ্গে হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি বিচারপতি বিশ্বজিৎ বসুর মতো দয়ার সাগর নই। নিয়োগ দুর্নীতিতে কার অদৃশ্য হাত? দেখতে চায় আদালত।’ গ্রুপ ডি নিয়োগ মামলায় রিপোর্ট না পাওয়ায় হাওড়ার ডিআইকে হাইকোর্টে তলব করা হয়। ‘আদালতে না আসলে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে আনব’, কড়া বার্তা দেয় হাইকোর্ট।