Mamata Banerjee: ‘সুপ্রিম কোর্টের রায়ের পর যা ঘটছে, তা উদ্বেগজনক’, মমতাকে নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি বিজেপি সাংসদের
Mamata Banerjee: সাংসদ উল্লেখ করেছেন, শীর্ষ আদালতের রায় বহাল রাখার পরিবর্তে, মুখ্যমন্ত্রী সংবাদিক সম্মেলনে বিচার বিভাগের সমালোচনা করেছেন। সেখানে আই এএস অফিসাররাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মুখ্যমন্ত্রী বিচারবিভাগকে আক্রমণ করছেন বলে দাবি করেছেন তিনি। সোমবার চাকরিহারাদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা যে সভা করেছেন, সে কথাও এদিন চিঠিতে লিখেছেন সাংসদ।
চিঠিতে সাংসদ লিখেছেন, স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর নিয়োগ মামলায় ঐতিহাসিক রায়ের জন্য সুপ্রিম কোর্টের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু তাঁর বক্তব্য, “এই যুগান্তকারী রায়ের পর যা ঘটেছে তা গভীরভাবে বিরক্তিকর এবং উদ্বেগজনক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া উদ্বেগজনক।”
সাংসদ উল্লেখ করেছেন, শীর্ষ আদালতের রায় বহাল রাখার পরিবর্তে, মুখ্যমন্ত্রী সংবাদিক সম্মেলনে বিচার বিভাগের সমালোচনা করেছেন। সেখানে আই এএস অফিসাররাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
সোমবারের বৈঠক প্রসঙ্গে বিজেপি সাংসদের দাবি, সেখানে সুপ্রিম কোর্টের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের কথা উল্লেখ করে সাংসদ লিখেছেন, “তিনি বিচার বিভাগ এবং আপনার কোর্ট সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন।”
সাংসদের অভিযোগ, একজন বর্তমান মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকার বারবার প্রকাশ্যে দেশের সর্বোচ্চ আদালতকে নিশানা করছেন। এটা অরাজকতার একটি নজির। বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে বিবেচনা করার আবেদন জানিয়েছেন জ্যোতির্ময় মাহাতো।
উল্লেখ্য, সোমবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, “এই রায়ের পিছনে কোনও খেলা তো নেই?” সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলেও জানিয়েছেন মমতা।





