AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fatakesto, Kali Pujo 2025: কেষ্ট থেকে কীভাবে তিনি হয়ে উঠলেন ‘ফাটাকেষ্ট’?

Fatakesto: মির্জাপুর স্ট্রিটের তখনকার এক ছোটখাটো গুণ্ডার নাম শুনলে হাসবেন, গণ্ডার! সেই গণ্ডার একটা বোমা ছুড়ে মারে ফাটাকেষ্টর গায়ে, তবে ফাটলই না সেই বোমা। সেই বোমা হাতে তুলে পাল্টা কেষ্টই নাকি ছুড়ে মারেন! এ তো গেল ডাকাবুকো ফাটাকেষ্টর কথা

Fatakesto, Kali Pujo 2025: কেষ্ট থেকে কীভাবে তিনি হয়ে উঠলেন 'ফাটাকেষ্ট'?
| Updated on: Oct 22, 2025 | 3:44 PM
Share

মারব এখানে লাশ পড়বে শ্মশানে! ডায়লগটা মিঠুন চক্রবর্তীর। চরিত্রের নাম? কেষ্ট, ফাটাকেষ্ট! বাংলার প্রথম মিথ থেকে মস্তান হয়ে দেখিয়েছিলেন। ছোটখাটো নয়, একেবারে রাশভারী প্রতাপশালী গুণ্ডা। আজ কালীপুজো। বাংলার ঘরে ঘরে আজ আলোর উৎসব। তবে প্রদীপের নিচের অন্ধকারটাও তো বেশ গাঢ়, তাই না? সেই অন্ধকারে থেকেও আলোর জগতের সঙ্গে খাপ খাইয়েছিলেন নিজেকে, শুরু করেছিলেন ফাটাকেষ্টর কালীপুজো! সময়টা স্বাধীনতার ৮-৯ বছর আগের। কলেজ স্ট্রিটে একটা ছোট্ট পানের গুমটি, বাবার কাজকর্ম দেখতে দেখতে একটা ছোট্ট ছেলে ভাবছে অনেক কিছু। ঠনঠনিয়ার কালীপুজোর আলো ফুটপাথের ঠিক উল্টোদিকে যে কোণে পৌঁছায় না, সেখানে একটা ছেলে দাঁড়িয়ে ভাবছে একদিন এর থেকে বড় পুজো করব, লোকে তাকিয়ে দেখবে। কাট টু ১৯৫৫,...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন